Nabadhara
ঢাকাশুক্রবার , ২১ নভেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

নরসিংদীর মাধবদীতে ৫.৭ মাত্রার ভূমিকম্পে পলাশ শিল্পাঞ্চল সরকারি কলেজ ভবনে ব্যাপক ক্ষয়ক্ষতি

পলাশ (নরসিংদী) প্রতিনিধি
নভেম্বর ২১, ২০২৫ ৬:৫৬ অপরাহ্ণ
Link Copied!

পলাশ (নরসিংদী) প্রতিনিধি

নরসিংদীর মাধবদীতে শুক্রবার সকাল ১০টা ৪০ মিনিটে ঘোড়াশালকে উৎপত্তিস্থল ধরে ৫.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। তীব্র ভূমিকম্পের কারণে জেলায় ব্যাপক ক্ষয়ক্ষতি দেখা দিয়েছে। পলাশ শিল্পাঞ্চল সরকারি কলেজের প্রশাসনিক মূল ভবন বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

সরেজমিনে দেখা যায়, ভবনের নিচতলার দক্ষিণ অংশ ঢেবে গেছে এবং প্রতিটি তলায় বড় ফাটল দেখা দিয়েছে। ফলে চারতলা ভবনটি শিক্ষার্থী, শিক্ষক ও সাধারণ মানুষের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। কলেজে অধ্যয়নরত প্রায় ৫০০০-৬০০০ শিক্ষার্থী অনিরাপদ অবস্থায় ক্লাস করছেন। ভবনটি ইতোমধ্যেই জরাজীর্ণ অবস্থায় ছিল, তাই ভূমিকম্পের ফলে পরিস্থিতি আরও বিপজ্জনক হয়ে উঠেছে।

কলেজের অধ্যক্ষ রাশেদুজ্জামান বলেন, “ভূমিকম্পের কারণে মূল ভবনটি গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বিভিন্ন স্থানে বড় ফাটল দেখা দিয়েছে এবং ভবনটি দক্ষিণ দিকে হেলে পড়েছে। এমন পরিস্থিতিতে ক্লাস পরিচালনা করা কোনোভাবেই নিরাপদ নয়। আমরা ইতোমধ্যে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছি এবং দ্রুত সরেজমিনে পরিদর্শন ও প্রয়োজনীয় সংস্কার বা পুনর্নির্মাণের অনুরোধ জানানো হয়েছে।”

স্থানীয় শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী অভিযোগ করেছেন যে, ভবনের বর্তমান ক্ষতিগ্রস্ত অবস্থায় যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। তারা দ্রুত তদন্ত, ঝুঁকি মূল্যায়ন এবং জরুরি ভিত্তিতে বিকল্প শ্রেণিকক্ষসহ নতুন ভবন নির্মাণের দাবি জানিয়েছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।