Nabadhara
ঢাকাশুক্রবার , ২১ নভেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

পাটকেলঘাটায় জামায়াতের নির্বাচনী সমাবেশ

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি
নভেম্বর ২১, ২০২৫ ৭:৫৫ অপরাহ্ণ
Link Copied!

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি

সাতক্ষীরার তালা উপজেলার পাটকেলঘাটা বড়বিলা প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ২০ নভেম্বর (বৃহস্পতিবার) রাতে জামায়াতের বিশাল নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের আয়োজন করে পাটকেলঘাটা যুব জামায়াত, সভাপতিত্ব করেন সরুলিয়া ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা জহুরুল ইসলাম, এবং পরিচালনা করেন পাটকেলঘাটা ওয়ার্ড সভাপতি মীর ফারুক।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-১ (তালা–কলারোয়া) আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ। তিনি বক্তব্যে বলেন, “আমি জনগণের প্রার্থী, ক্ষমতার প্রার্থী নই। নির্বাচিত হলে অবৈধভাবে একটি টাকাও আমার পকেটে ঢুকবে না। জনগণের করের টাকা জনগণের উন্নয়নে ব্যয় হবে।” তিনি তালা-কলারোয়ার শিক্ষা, স্বাস্থ্যসেবা, কৃষি ও গ্রামীণ অবকাঠামো উন্নয়নের ওপর গুরুত্ব আরোপ করেন।

অধ্যক্ষ ইজ্জত উল্লাহ বলেন, “হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও মুসলিম সবাই আমার ভাই। সকলকে নিয়ে তালা-কলারোয়াকে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকমুক্ত শান্তিপূর্ণ জনপদে পরিণত করাই আমার অঙ্গীকার। প্রশাসনকে কাজে লাগিয়ে সঠিক সেবা নিশ্চিত করা হবে।” তিনি যুব সমাজকে দেশ গঠনের শক্তি হিসেবে বর্ণনা করে সুশিক্ষা, নৈতিকতা ও কর্মসংস্থানের ওপর গুরুত্ব দেওয়ার আহ্বান জানান।

সমাবেশে আরও বক্তব্য রাখেন—উপজেলা জামায়াত সেক্রেটারি সহকারী অধ্যাপক মোহাম্মদ ইদ্রিস আলী, তালা উপজেলা সূরা সদস্য মাওলানা রেজাউল করিম, সরুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী হাফেজ শাহ আলম এবং বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট বাশারাতুল্লাহ আওরোঙ্গী বাবলা। তারা শান্তিপূর্ণ, নিরাপদ ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনের জন্য সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।