যশোর প্রতিনিধি
১৯৭১ সালের ২১ নভেম্বর হানাদার বাহিনীর বিরুদ্ধে স্বাধীনতা যুদ্ধকে ত্বরান্বিত করতে সম্মিলিত আক্রমণ সূচিত হয়। এই দিনে শুরু হওয়া অভিযান শেষে ১৬ ডিসেম্বর অর্জিত হয় মহান স্বাধীনতা। প্রতি বছরের ন্যায় এবছরও যশোর সেনানিবাসে যথাযথ মর্যাদায় ২১ নভেম্বর জাতীয় সশস্ত্র বাহিনী দিবস উদযাপন করা হয়েছে।
অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা দেন যশোরের জেনারেল অফিসার কমান্ডিং, ৫৫ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার মেজর জেনারেল জেএম ইমদাদুল ইসলাম। তিনি যশোর অঞ্চলের মানুষের সাহসিকতা ও বীরত্বপূর্ণ অবদানের ভূয়সি প্রশংসা করেন এবং সকল বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের প্রতি বিনম্র শ্রদ্ধা জানান। প্রধান অতিথি সশস্ত্র বাহিনীর বিভিন্ন দায়িত্ব, জাতীয় দুর্যোগ মোকাবেলা, সন্ত্রাস দমন, বেসামরিক প্রশাসনকে সহায়তা এবং জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করার কার্যক্রমের ওপর আলোকপাত করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবার, সশস্ত্র বাহিনীর প্রাক্তন সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং গণমাধ্যম প্রতিনিধি। বিশেষ অতিথির মধ্যে ছিলেন যশোর জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান, পুলিশ সুপার রওনক জাহান, প্রেস ক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, দৈনিক লোকসমাজের প্রকাশক শান্তনু ইসলাম সুমিত, এলজিইডির নির্বাহী প্রকৌশলী মাহাবুবুর রহমান, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী পলাশ কুমার ব্যানার্জী, সাংবাদিকরা আহসান কবির, নূর ইসলাম, সরোয়ার হোসেন এবং সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি আকরামুজ্জামান।
প্রধান অতিথির কেক কাটা অনুষ্ঠানের পর দাউদ পাবলিক স্কুল ও যশোর ক্যান্টনমেন্ট কলেজের শিক্ষার্থীরা যৌথভাবে একটি মনোজ্ঞ ডিসপ্লে প্রদর্শন করেন। অনুষ্ঠানের শেষে মেজর জেনারেল জেএম ইমদাদুল ইসলাম অতিথিদের সঙ্গে পরিচিত হন এবং উপস্থিত সকলকে ধন্যবাদ জানান।

