Nabadhara
ঢাকাশুক্রবার , ২১ নভেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

ঝালকাঠি-২ আসনে জাকের পার্টির মনোনয়ন পেলেন মো. জাকির হোসেন

ঝালকাঠি প্রতিনিধি
নভেম্বর ২১, ২০২৫ ৮:৩৪ অপরাহ্ণ
Link Copied!

ঝালকাঠি প্রতিনিধি

ঝালকাঠি জেলা কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য জাকের পার্টির প্রার্থী ঘোষণা করা হয়েছে।

শুক্রবার (২১ নভেম্বর ) এদিন জেলার নেতাকর্মীদের উপস্থিতিতে জানানো হয়, ঝালকাঠি-২ আসনে দলের মনোনয়ন পেয়েছেন মো: জাকির হোসেন।

ঘোষণা অনুষ্ঠানে জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা নির্বাচনী প্রস্তুতি, সংগঠনের অবস্থান এবং স্থানীয় জনগণের প্রত্যাশা নিয়ে আলোচনা করেন। মনোনীত প্রার্থী মো: জাকির হোসেন তার প্রথম প্রতিক্রিয়ায় ঝালকাঠির সার্বিক উন্নয়নে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

তিনি বলেন, “ঝালকাঠি-২ আসনের মানুষ অনেক সম্ভাবনার মধ্যে থেকেও কাঙ্ক্ষিত উন্নয়ন থেকে বঞ্চিত। আমি জনগণের পাশে থেকে এই এলাকার শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, সড়ক যোগাযোগসহ সব খাতকে এগিয়ে নিতে কাজ করতে চাই। ঝালকাঠিকে বদলে দেওয়ার লক্ষ্যেই আমি এই নির্বাচনে অংশ নিচ্ছি।”

ঘোষণা অনুষ্ঠানে জেলা নেতৃবৃন্দ জানান, জাকের পার্টি শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও জনগণকেন্দ্রিক রাজনীতিতে বিশ্বাস করে। তাই নির্বাচনী প্রচারেও শৃঙ্খলা ও নৈতিকতার ভিত্তিতে এগিয়ে যাবে দল।

মনোনয়ন ঘোষণার মাধ্যমে ঝালকাঠি-২ আসনে প্রতিদ্বন্দ্বিতা আরও জমে ওঠার ইঙ্গিত মিলেছে। এখন দৃষ্টি নির্বাচনী মাঠে—মো: জাকির হোসেন কীভাবে তার প্রতিশ্রুতি ও পরিকল্পনা জনগণের সামনে তুলে ধরতে পারেন, সেটিই দেখার বিষয়

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।