যশোর প্রতিনিধি
যশোরের কেশবপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও যশোর জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট বদরুজ্জামান মিন্টু আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার (২১ নভেম্বর) সন্ধ্যায় ভারতের রাজধানী দিল্লির একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬০ বছর। তিনি দুই কন্যা, স্ত্রীসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন শ্যালক শরিফ খান। জানা যায়, মিন্টু ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত হয়ে দীর্ঘদিন ধরে চিকিৎসাধীন ছিলেন।
অ্যাডভোকেট বদরুজ্জামান মিন্টুর বাড়ি কেশবপুর পৌরসভার বালিয়াডাঙ্গায়। তিনি বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী প্রয়াত তরিকুল ইসলামের ভাগ্নে। বিএনপির রাজনীতিতে তার গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। তিনি একাধিকবার কেশবপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।
আইন অঙ্গনেও মিন্টু ছিলেন অত্যন্ত সক্রিয় ও জনপ্রিয় ব্যক্তিত্ব। ১৯৮৬ সালে তিনি যশোর জেলা আইনজীবী সমিতিতে যোগদান করেন। সে সময় তিনি যশোর শহরের আরএন রোডে বসবাস করতেন। দীর্ঘ ক্যারিয়ারে তিনি সরকারি কৌঁসুলি হিসেবে দায়িত্ব পালনসহ আইনজীবী সমিতির বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন।
তার মৃত্যুতে রাজনৈতিক ও আইনজীবী মহলে নেমে এসেছে গভীর শোকার ছায়া। যশোর জেলা আইনজীবী সমিতির সভাপতি আবু মোর্তজা ছোট ও সাধারণ সম্পাদক এম এ গফুর এক বিবৃতিতে গভীর শোক প্রকাশ করেছেন। তারা মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

