একে মিলন, সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জ-৪ (সদর-বিশ্বম্ভরপুর) আসনের বিএনপির মনোনয়নপ্রত্যাশী, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও জেলা যুবদলের সাবেক সভাপতি আবুল মুনসুর শওকতের সমর্থনে সমাবেশ ও লিফলেট বিতরণ ও অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২২ নভেম্বর) বিকেলে সদর উপজেলা গৌরারং ইউনিয়নে স্থানীয় বিএনপি অঙ্গ সংগঠনের আয়োজনে সমাবেশ ও লিফলেট অনুষ্ঠিত হয়েছে।
স্থানীয় বিএনপি নেতা মঈনুল হকের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিএনপির মনোনয়ন প্রত্যাশী আবুল মুনসুর মোহাম্মদ শওগত। এছাড়াও বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সেলিম উদ্দিন ভুট্টো, মো: জুলফিকার আলম, ময়না মিয়া ,জুনায়েদ আহমেদ, ফারুক আহমেদ, মছরো মিয়া, একে সুমন, সালেহ আহমদ, মিনারুল মিয়া, মোহাম্মদ আলী প্রমুখ। এ সময় উপজেলা, ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী অংশ নেন এবং সাধারণ জনগণের মাঝে লিফলেট বিতরণ করেন।
আবুল মুনসুর শওকত বলেন, “গত ১৬ বছর ধরে একটি জালিম সরকারের অধীনে দেশের মানুষ চরমভাবে নিষ্পেষিত হয়েছে। ভোটাধিকার, আইনের শাসন ও মৌলিক অধিকার থেকে মানুষকে বঞ্চিত করা হয়েছে। হাজার হাজার মামলা-হামলায় জর্জরিত হয়ে সাধারণ মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। আমিও ব্যক্তিগতভাবে বহু মামলা ও রাজনৈতিক হয়রানির শিকার হয়েছি, কিন্তু দল ও জনগণের জন্য আমার সংগ্রাম থেমে থাকেনি।”
তিনি আরও বলেন, “আমাদের নেতা, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে ৩১ দফা ‘রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা’ দিয়েছেন, তা দেশের ভবিষ্যতের জন্য একটি পূর্ণাঙ্গ দিকনির্দেশনা। এই কর্মসূচি ঘরে ঘরে পৌঁছে দিতে আমরা বদ্ধপরিকর, কারণ আমরা বিশ্বাস করি – এই ৩১ দফাই দেশকে এগিয়ে নিতে পারে।”
এ সময় নেতাকর্মীদের উজ্জীবিত মনোভাব লক্ষ্য করা গেছে। সমাবেশ ঘিরে এলাকায় সাধারণ মানুষের মাঝেও আলোচনার সৃষ্টি হয়।

