খুলনা প্রতিনিধি
খুলনা–২ আসনের ধানের শীষের প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু দলের ভেতরের দীর্ঘদিনের বিভাজন ও বিতর্ক কাটিয়ে ঐক্যবদ্ধভাবে নির্বাচনী মাঠে নামার অঙ্গীকার করেছেন।
রবিবার (২৩.১১.২৫) সকালেই খুলনা প্রেসক্লাব মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি স্পষ্ট জানিয়ে দেন, দলে যারা বিতর্ক সৃষ্টি করেছেন, তারা এবার প্রচারণার অংশ হবেন না। প্রয়োজনে খুলনাও ছাড়তে হতে পারে তাদের।
মঞ্জু বলেন, “মহানগর বিএনপির ব্যানারে আমরা সবাই একসাথে মাঠে নামব। তবে যারা দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে, তারা এবার প্রচারণায় থাকবে না। দায়িত্বশীল ও নিবেদিত কর্মীরাই নেতৃত্ব দেবে।”
তিনি আরও জানান, খুলনা–৩ আসনে দলগত ঐক্য প্রতিষ্ঠার জন্য ইতোমধ্যে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে। সোনাডাঙ্গা ও সদর থানা কমিটির মাধ্যমে নতুন করে এক প্ল্যাটফর্মে সবাইকে নিয়ে কাজ শুরু করা হচ্ছে। মঞ্জুর ভাষায়, “দলকে শক্তিশালী করতে সবাইকে একসাথে আনা জরুরি। বিভাজন নয়, ঐক্যই আমাদের শক্তি।”
সভায় উপস্থিত ছিলেন সাবেক সিটি মেয়র মনিরুজ্জামান মনি, খুলনা প্রেসক্লাবের আহ্বায়ক এনামুল হক এবং সদস্য সচিব রাফিউল ইসলাম টুটুল।
চার বছর আগে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে কেন্দ্রীয় বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদকের পদ হারান মঞ্জু। দীর্ঘদিন পদে না থাকলেও তৃণমূলের জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতার কারণে এবার তাকে খুলনা–২ আসনে মনোনয়ন দিয়েছে দল। মনোনয়নের পর তিনি মন্তব্য করেছেন, “দল আমাকে আস্থা দিয়েছে। সেই আস্থার প্রতিদান দিতে হলে বিতর্ক নয়, ঐক্যই হবে আমাদের পথ।”

