Nabadhara
ঢাকারবিবার , ২৩ নভেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

মোল্লাহাটে তিন বান্ধবীকে শ্লীলতাহানি ও ধর্ষণ : চার যুবকের বিরুদ্ধে মামলা

মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি
নভেম্বর ২৩, ২০২৫ ৫:১৪ অপরাহ্ণ
Link Copied!

মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি

বাগেরহাটের মোল্লাহাটে বেড়াতে এসে তিন বান্ধবী শ্লীলতাহানি ও ধর্ষণের শিকার হওয়ার এক মর্মান্তিক ঘটনার অভিযোগ উঠেছে। শনিবার সন্ধ্যায় উপজেলার রাজপাট গ্রামে এ ন্যক্কারজনক ঘটনা ঘটে। এলাকাজুড়ে ঘটনার পর চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, ২২ নভেম্বর শনিবার বিকেলে খুলনা থেকে এক তরুণী তার আরও দুই বান্ধবীকে নিয়ে মোল্লাহাটের রাজপাট গ্রামে ফুফুর বাড়ি বেড়াতে আসেন। কিছুক্ষণ পর তারা ব্যাগ রেখে গ্রামের অভ্যন্তরে ঘুরতে বের হন। হাঁটতে হাঁটতে সন্ধ্যা ৫টা ৫৫ মিনিটে তারা নাশুখালী গ্রামের জনৈক মজিবর রহমানের নির্মাণাধীন ভবনের দ্বিতীয় তলায় উঠেন। এ সময় চার যুবক সেখানে উপস্থিত হয়ে তাদের পরিচয় জানতে চান। তিন বান্ধবী নিজেদের পরিচয় ও বেড়াতে আসার কথা জানালে যুবকরা তাদের প্রতি কুপ্রস্তাব দেয়। তারা রাজি না হওয়ায় চার যুবক জোরপূর্বক তাদের শ্লীলতাহানি করতে থাকে।

একপর্যায়ে এক তরুণী ছুটে নীচে নেমে আত্মচিৎকার শুরু করলে যুবকরা দুই জনকে মুখ চেপে ধরে ভবন থেকে নিচে নামিয়ে খানিকটা দূরে একটি মৎস্য ঘেরে নিয়ে যায়। সেখানে ঘেরের একটি ঘরে তাদের মধ্যে একজনকে ধর্ষণ এবং অন্যজনকে ঘেরের পাড়ে শ্লীলতাহানি করা হয়।

এদিকে প্রথমে ছুটপাওয়া যুবতীর চিৎকার শুনে লোকজন এগিয়ে এলে দীর্ঘ খোঁজাখুঁজির পর রাত সাড়ে ৮টার দিকে মৎস্য ঘের থেকে দুই তরুণীকে উদ্ধার করা হয়। তখন লোকজনের উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত যুবকরা সেখান থেকে পালিয়ে যায়।

পরদিন রবিবার তিন বান্ধবীর মাঝে একজন (ভিকটিম) মোল্লাহাট থানায় চার যুবকের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

মোল্লাহাট থানার অফিসার ইনচার্জ মোঃ ফজলুল হক বলেন, “তিন বান্ধবীকে নির্যাতন ও একজনকে ধর্ষণের অভিযোগে মামলা রেকর্ড করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।”

এ ঘটনায় এলাকাজুড়ে তীব্র ক্ষোভ ও উদ্বেগ সৃষ্টি হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।