Nabadhara
ঢাকারবিবার , ২৩ নভেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

আগৈলঝাড়ায় চিকিৎসকের প্রতারণায় নারীর আত্মহত্যা

আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি
নভেম্বর ২৩, ২০২৫ ৭:৫০ অপরাহ্ণ
Link Copied!

আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি

চিকিৎসকের পরকীয়া প্রেমে জড়িয়ে নিজের স্বামীকে তালাক দিয়েছেন সুমি আক্তার নামের এক নারী। অবশেষে ওই চিকিৎসকের প্রতারণার বিষয়টি ধরা পড়ায় বিষপান করে আত্মহত্যা করেছেন পরকীয়া প্রেমিকা সুমি আক্তার।

অভিযুক্ত চিকিৎসক ডা. মাসুদ পারভেজ বরিশালের আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার হিসেবে কর্মরত থাকলেও ঘটনার পর (২২ নভেম্বর) থেকে তিনি আত্মগোপন করেছেন।

আত্মহত্যা করা সুমি আক্তার হাসপাতালের পাশ্ববর্তী সিকদার ডায়াগনস্টিক সেন্টারের কর্মী ছিলেন।
স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, মেডিক্যাল অফিসার ডা. মাসুদ পারভেজ হাসপাতালে পাশের সিকদার ডায়াগনস্টিক সেন্টারে রোগীদের আল্ট্রাসনোগ্রাম করতে যেতেন। তখন সিকদার ডায়াগনস্টিক সেন্টারের কর্মী সুমি আক্তারের সাথে ডা. মাসুদ পারভেজের পরকীয়া সম্পর্ক গড়ে ওঠে।

পরবর্তীতে ডা. মাসুদ পারভেজের সাথে বিভিন্ন জায়গায় গিয়ে সুমি রাত কাটান। একপর্যায়ে চিকিৎসক মাসুদ পারভেজের প্ররোচনায় সুমি তার স্বামীকে তালাক দিতে বাধ্য হন। এরপর সুমিকে নিয়ে ওই চিকিৎসক বরিশালে বসবাস করতেন।

সূত্রে আরও জানা গেছে, অতিসম্প্রতি সুমি জানতে পারেন ডা. মাসুদ পারভেজ তার সাথে প্রতারণা করেছেন। ফলে সুমি আক্তার ডা. মাসুদ পারভেজকে দায়ী করে সামাজিক যোগাযোগমাধ্যমে বিষপানে আত্মহত্যার হুমকি দেন।

পরবর্তীতে সুমি বিষপান করলে তাকে প্রথমে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করার পর শনিবার (২২ নভেম্বর) চিকিৎসাধীন অবস্থায় সুমি আক্তারের মৃত্যু হয়।

খোঁজ নিয়ে জানা গেছে, সুমির মৃত্যুর পর ডা. মাসুদ পারভেজ তার কর্মস্থল থেকে আত্মগোপন করে ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ রাখায় কোন ধরনের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

তবে শনিবার দিবাগত রাতে আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. গোলাম মোর্শেদ সজিব জানিয়েছেন, সুমি আক্তার ডা. মাসুদ পারভেজের কারণে বিষপানে আত্মহত্যা করেছেন বলে লোকমুখে শুনেছি।

এ ঘটনায় মৃতের পরিবারের সদস্যরা আমার কাছে কোন সহযোগিতা চাইলে তাদের সবধরনের আইনি সহায়তা করা হবে।

আগৈলঝাড়া থানার ওসি মো. অলিউল ইসলাম জানিয়েছেন, এঘটনায় এখনও কেউ থানায় লিখিত অভিযোগ দায়ের করেননি। অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।