Nabadhara
ঢাকাসোমবার , ২৪ নভেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

বাগেরহাটে নাগরিক সমাজ সম্মেলন অনুষ্ঠিত

সোহেল রানা বাবু, ‎বাগেরহাট প্রতিনিধি
নভেম্বর ২৪, ২০২৫ ১:০৩ অপরাহ্ণ
Link Copied!

সোহেল রানা বাবু, ‎বাগেরহাট প্রতিনিধি

‎জেলা পর্যায়ে নারী ও যুবদের নির্বাচনী অংশগ্রহন ও নেতৃত্ব বিকাশে বাগেরহাটে নাগরিক সমাজ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

‎সিএসও হাব বাগেরহাটের আয়োজনে ২৪ নভেম্বর সোমবার সকালে বাগেরহাট জেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত সম্মেলনে সিএসও হাব বাগেরহাটের সভাপতি শেখ মাহাবুবুর রহমান লিটন এর সভাপতিত্বে যুগ্ম-সম্পাদক আঃ সালাম এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন হাব সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান।

‎এ সময়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন হাব বাগেরহাটের সদস্য মঞ্জুরুল আহসান মিলন ।
‎সন্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আই আর ভি এর নির্বাহী পরিচালক মেরিনা যুথী। প্রেসক্লাব সাধারণ সম্পাদক তরফদার রবিউল ইসলাম।

‎সন্মেলনে নারী ও যুবকদের নির্বাচনে অংশগ্রহণ ও নেতৃত্ব বিকাশে বাগেরহাটের নাগরিক সমাজের করনীয় বিভিন্ন বিষয়ে প্রবন্ধ উপস্থাপন ও আলোচনা করা হয়। ব্যাপক সংখ্যক যুব-নারী, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা এতে অংশ নেন।এর আগে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর থেকে এক বর্ণাঢ্য রেলি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সম্মেলন স্থলে এসে শেষ হয়।।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।