Nabadhara
ঢাকাসোমবার , ২৪ নভেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

আলফাডাঙ্গা বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড: সু স্টোরের গোডাউন পুড়ে ছাই

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি 
নভেম্বর ২৪, ২০২৫ ১:৪১ অপরাহ্ণ
Link Copied!

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি 

ফরিদপুরের আলফাডাঙ্গা বাজারের মধ্যগলিতে রবিবার দিবাগত রাত ১টা ২৫ মিনিটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে ‘মেসার্স বাশার সু স্টোর’-এর গোডাউনে। এতে জুতা ও অন্যান্য মূল্যবান মালামাল সম্পূর্ণভাবে পুড়ে যায়।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় আলফাডাঙ্গা ফায়ার সার্ভিসের একটি ইউনিট। প্রায় এক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

স্থানীয়দের ধারণা বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত।

ক্ষয়ক্ষতির পরিমাণ নিয়ে মতবিরোধ দেখা দিয়েছে।

দোকান মালিক মোহাম্মদ আবুল বাশার শেখ দাবি করেন, অগ্নিকাণ্ডে তার কমপক্ষে ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

তিনি বলেন, “আমার গোডাউনের সব স্টক, জুতা ও মালামাল মুহূর্তেই ছাই হয়ে গেছে। আমি সর্বস্ব হারিয়েছি।

অন্যদিকে, আলফাডাঙ্গা ফায়ার সার্ভিস স্টেশনের সদস্য ওবায়দুর রহমান বলেন,ফায়ার সার্ভিসের প্রাথমিক হিসাব অনুযায়ী প্রায় ৭০ হাজার টাকার ক্ষতি হয়েছে। তদন্ত করে প্রকৃত ক্ষয়ক্ষতি নির্ধারণ করা হবে।

অগ্নিকাণ্ডে কোনো প্রাণহানি ঘটেনি, তবে বাজারজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।