নরসিংদী প্রতিনিধি
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৫–২৬ এর আওতায় নরসিংদীতে ডেভেলপমেন্ট ফুটবল বাছাই প্রতিযোগিতা ও প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। সোমবার (২৪ নভেম্বর) দুপুর ৩টায় নরসিংদী জেলা প্রশাসকের কার্যালয়স্থ জেলা কালেক্টরেট ঈদগাহ মাঠে এই আয়োজন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু তাহের মোহাম্মদ সামসুজ্জামান। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন জেলা ক্রীড়া অফিসার ফারজানা আক্তার সাথী।
বালকদের ফুটবল প্রশিক্ষণে মোট ৪০ জন প্রশিক্ষণার্থী অংশ নিচ্ছে। ১১ দিনব্যাপী এই প্রশিক্ষণ আয়োজনের পর ১২তম দিনে বাছাই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। সেই প্রতিযোগিতার মাধ্যমেই পুরো কর্মসূচির সমাপনী হবে বলে জানিয়েছেন আয়োজকরা।
উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক, ক্রীড়া সংগঠক, ফুটবল ক্লাব ও একাডেমির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

