বাগেরহাট প্রতিনিধি
জেলা পর্যায়ে নারী ও যুবদের নির্বাচনী অংশগ্রহণ ও নেতৃত্ব বিকাশে বাগেরহাটে নাগরিক সমাজ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪ নভেম্বর) সকালে সিএসও হাব বাগেরহাটের আয়োজনে জেলা পরিষদ অডিটোরিয়ামে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিএসও হাব বাগেরহাটের সভাপতি শেখ মাহাবুবুর রহমান লিটন। সঞ্চালনায় ছিলেন হাবের যুগ্ম সম্পাদক আবদুস সালাম। স্বাগত বক্তব্য রাখেন সিএসও হাবের সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান।
সম্মেলনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন হাব বাগেরহাটের সদস্য মঞ্জুরুল আহসান মিলন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইআরভির নির্বাহী পরিচালক মেরিনা যুথী এবং বাগেরহাট প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক তরফদার রবিউল ইসলাম।
প্রবন্ধ উপস্থাপন ও আলোচনায় বক্তারা বলেন, নারী ও যুবকদের নির্বাচনে অংশগ্রহণ বাড়াতে সচেতনতা বৃদ্ধি, নেতৃত্ব বিকাশ, সক্ষমতা অর্জন এবং গণতান্ত্রিক চর্চা বিস্তারে নাগরিক সমাজকে আরও সক্রিয় ভূমিকা রাখতে হবে।
সম্মেলনে বিপুল সংখ্যক যুব-নারী, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন। এর আগে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সম্মেলনস্থলে এসে শেষ হয়।

