রাসেল আহমেদ,খুলনা প্রতিনিধি
খুলনার তেরখাদায় খালার বাড়িতে বেড়াতে গিয়ে ১২ বছরের এক স্কুলছাত্রী দুই দিনের মধ্যে ধর্ষণের শিকার হয়েছে। ঘটনার পর পুলিশ দ্রুত অভিযান চালিয়ে অভিযুক্ত নাজমুল মোল্লা ও খালা মোছাম্মৎ রহিমা বেগমকে সোমবার রাতে অভিযান চালিয়ে গ্রেপ্তার করেছে।
পরিবার সূত্রে জানা যায়, গত( ১৯ নভেম্বর) রহিমা বেগম ‘গুড়ের ঝাউ রান্না করবে’—এই কথা বলে এক দিনের জন্য ভাতিজিকে তেরখাদার লস্করপুর গ্রামে নিয়ে যান। তবে তিন দিন পার হলেও মেয়েটিকে ফেরত না দেওয়ায় (২২ নভেম্বর) তার মা ফাতেমা বেগম এসে তাকে বাড়িতে নিয়ে আসেন।
বাড়িতে ফেরার পর শিশুটি জানায়, ২০ ও ২১ নভেম্বর রাতে খালা রহিমা বেগম তাকে মামা ইকরাম খানের ঘরে রেখে বাইরে থেকে দরজা বন্ধ করতেন। এই সুযোগে প্রতিবেশী নাজমুল মোল্লা দুই দিনে চারবার তার সঙ্গে জোরপূর্বক শারীরিক শ্লীলতাহানি করেন।
ঘটনার পরপরই পরিবার দিঘলিয়া থানায় অভিযোগ করলে পুলিশ দ্রুত অভিযান চালিয়ে নাজমুল মোল্লা ও খালা রহিমা বেগমকে গ্রেপ্তার করে।
তেরখাদা থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান জানান, নারী ও শিশু নির্যাতন দমন আইন (সংশোধনী–২০০৩) এর অধীনে মামলায় অভিযুক্ত দুজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং ঘটনার অন্যান্য দিকও তদন্তাধীন রয়েছে।

