Nabadhara
ঢাকামঙ্গলবার , ২৫ নভেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

মনিরামপুরে বাল্যবিবাহ–যৌতুক প্রতিরোধে সামাজিক আন্দোলনের আহ্বান

মনিরামপুর (যশোর) প্রতিনিধি
নভেম্বর ২৫, ২০২৫ ৫:৫৮ অপরাহ্ণ
Link Copied!

মনিরামপুর (যশোর) প্রতিনিধি

যশোরের মনিরামপুরে বাল্যবিবাহ, যৌতুক, যৌন হয়রানিসহ বিভিন্ন সামাজিক সমস্যা প্রতিরোধে স্থানীয় প্রশাসন, সুশীল সমাজ ও নাগরিক সংগঠনের প্রতিনিধিদের নিয়ে এক গুরুত্বপূর্ণ সংলাপ ও যৌথ পদক্ষেপ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৫ নভেম্বর ২০২৫) উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের হলরুমে রিসার্চ ইনসিয়েটিভ বাংলাদেশ–রিইব এর ‘হোপ’ প্রকল্পের আওতায় মনিরামপুর উপজেলা সিএসও কমিটি এই সভার আয়োজন করে।

সভায় সভাপতিত্ব করেন সিএসও কমিটির সভাপতি অধ্যাপক মো. আব্বাস উদ্দিন। পরিচালনা করেন সাধারণ সম্পাদক শিক্ষক মো. নজরুল ইসলাম। বক্তারা বলেন, বাল্যবিবাহ, যৌতুক ও যৌন হয়রানি সমাজের জন্য মারাত্মক হুমকি। শুধু আইন প্রণয়ন নয়, এই সমস্যা প্রতিরোধে সর্বস্তরের জনগণকে সম্পৃক্ত করে একটি শক্তিশালী সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। তৃণমূল পর্যায় থেকে সচেতনতা সৃষ্টি ছাড়া এসব অভিশাপ দূর করা সম্ভব নয়।

সংলাপে প্রধান অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জিল্লুর রশিদ। তিনি শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে বাল্যবিবাহ ও যৌন হয়রানি প্রতিরোধে আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।

সভায় আরও বক্তব্য দেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রাজকুমার পাল, উপজেলা সহকারী সমাজসেবা কর্মকর্তা মো. মিজানুর রহমান, রিইব হোপ প্রকল্পের টেকনিক্যাল সমন্বয়কারী ভানু রানী, প্রধান শিক্ষক নিহার রঞ্জন রায়, সাবেক কাউন্সিলর গীতা রানী কুন্ডু, শিক্ষক অশোক কুমার বিশ্বাসসহ সিএসও কমিটির অন্যান্য সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বক্তারা বলেন, বাল্যবিবাহ ও যৌতুক প্রতিরোধে পরিবার, সমাজ, শিক্ষা প্রতিষ্ঠান, স্থানীয় প্রশাসন—সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। হোপ প্রকল্পের এই উদ্যোগকে একটি সময়োপযোগী এবং কার্যকর পদক্ষেপ হিসেবে অভিহিত করেন তারা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।