Nabadhara
ঢাকামঙ্গলবার , ২৫ নভেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

আলফাডাঙ্গায় ৭ বছরের জায়ান হত্যায় প্রতিবেশী গ্রেপ্তার

নবধারা ডেস্ক 
নভেম্বর ২৫, ২০২৫ ৭:৩৭ অপরাহ্ণ
Link Copied!

নবধারা ডেস্ক 

ফরিদপুরের আলফাডাঙ্গায় সাত বছর বয়সী শিশু জায়ান রহমান হত্যা মামলায় প্রতিবেশী ইউনুচ মোল্যা (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঝুলন্ত অবস্থায় উদ্ধার হওয়া শিশুটির মরদেহে ব্যবহৃত রশিই তদন্তের মূল সূত্র হিসেবে গুরুত্ব পেয়েছে।

মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেল ৩টায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়। এর আগে সোমবার নিজ বাড়ি থেকে জিজ্ঞাসাবাদের জন্য তাকে পুলিশ হেফাজতে নেয়। গ্রেপ্তার ইউনুচ মোল্যা আলফাডাঙ্গা উপজেলার পাকুড়িয়া গ্রামের মৃত মনির উদ্দিন মোল্যার ছেলে।

পুলিশ জানায়, গত বৃহস্পতিবার (২০ নভেম্বর) দুপুরে পাকুড়িয়া গ্রামের গ্রীস প্রবাসী পলাশ মোল্যার ছেলে জায়ান রহমানের ঝুলন্ত মরদেহ বাড়ির পাশের বাগান থেকে উদ্ধার করা হয়। নিহতের মা সিনথিয়া বেগম অজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে একটি হত্যা মামলা করেন।

তদন্তে জানা যায়, ঘটনার ১০–১৫ দিন আগে পার্শ্ববর্তী টাবনী বাজারের একটি মুদি দোকান থেকে ইউনুচ মোল্যা একটি রশি কিনেছিলেন, যা উদ্ধার হওয়া রশির সঙ্গে মিলে যায়। এ তথ্যের ভিত্তিতে তাকে সন্দেহভাজন হিসেবে হেফাজতে নেয় পুলিশ। তবে জিজ্ঞাসাবাদে রশি কেনার বিষয়টি অস্বীকার করেন তিনি। পুলিশের দাবি—তার এই অস্বীকার সন্দেহ আরও বাড়িয়ে দেয়।

মামলার তদন্ত কর্মকর্তা এসআই সুজন বিশ্বাস বলেন, “হত্যার মূল রহস্য উদঘাটনের স্বার্থে আদালতের মাধ্যমে রিমান্ড আবেদন করা হবে।”

আলফাডাঙ্গা থানার ওসি মো. শাহজালাল আলম জানান, “ঘটনার সঙ্গে সম্পৃক্ততা ও রশি কেনা নিয়ে মিথ্যা বলার কারণে তাকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।