ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি
কুষ্টিয়া ২ আসনের তিন বারের জনপ্রিয় সাবেক সংসদ সদস্য আলহাজ্ব অধ্যাপক শহীদুল ইসলামকে মনোনয়ন দেওয়ার দাবীতে গণ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার (২৫.১১.২৫) বিকেলে চাঁদগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান মোড়ে ভেড়ামারা উপজেলার চাঁদগ্রাম ইউনিয়ন বিএনপির আয়োজনে গণ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
ভেড়ামারা উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও চাঁদগ্রাম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জানবার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশ ও গণ মিছিলে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
ভেড়ামারা উপজেলা বিএনপির আহবায়ক, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও পৌরসভার সাবেক মেয়র এ্যাডঃ তৌহিদুল ইসলাম আলম। সমাবেশে উপস্থিত ছিলেন ভেড়ামারা পৌর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ডাবলু,পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ও রেলবাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক শামীম রেজা শামীম, বিএনপি নেতা আনোয়ারুল আজিম বাবু,উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য রোকোনুজ্জামান রোকন, চাঁদগ্রাম ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম মোল্লা, সাংগঠনিক সম্পাদক এনামুল হক এবং ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ এলাবাসি।
সমাবেশ শেষে আলহাজ্ব অধ্যাপক শহীদুল ইসলামকে মনোনয়ন দেওয়ার দাবীতে গণমিছিল অনুষ্ঠিত হয়।

