তাপস কুমার মজুমদার, স্টাফ রিপোর্টার, ভোলা
ভোলা প্রেসক্লাবের সাবেক সভাপতি, দৈনিক বাংলার কণ্ঠের সম্পাদক ও দক্ষিণাঞ্চলের প্রথিতযশা সাংবাদিক এম হারিবুর রহমানের জানাজা মঙ্গলবার (২৫ নভেম্বর) সকাল ১১টায় ভোলা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে।
জানাজার আগে বীর মুক্তিযোদ্ধা হিসেবে প্রশাসনের তরফ থেকে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুজ্জামানের উপস্থিতিতে গার্ড অব অনার দেয়া হয়। পরে জেলার বড় মসজিদ প্রাঙ্গনে তাকে দাফন করা হয়। হাবিবুর রহমান ৮৫ বছর বয়সে ঠান্ডাজনিত করাণে ঢাকার পিজি হাসপাতালে সোমবার (২৪ নভেম্বর) বিকাল ৩টায় ইন্তেকাল করেন।
এম হাবিবুর রহমান, ৯ বার ভোলা প্রেসক্লাবের সভাপতি, ৮ বার সম্পাদক নির্বাচিত হয়ে ৩০ বছর দায়িত্ব পালন করেন। ৭০ এর ঘূর্ণিঝড়েরর প্রথম পূর্বদেশ পত্রিকায় প্রকাশ, ৭১ এর মুক্তিযুদ্ধে পানহানাদার বাহিনীর টর্চার সেলের ছবি ধারণ করে পত্রিকায় প্রকাশ করার জন্য একাধিক রাষ্ট্রিয় পুরস্কার পান।
এদিকে জানাজার আগে ভোলা প্রেসক্লাব চত্বরে মরহুমের মরদেহ কিছুক্ষনের জন্য আনা হলে সাংবাদিকরা ফুল দিয়ে শ্রদ্ধা জানান, ফুল দিয়ে শ্রদ্ধা জানান দৈনিক বাংলাবর কন্ঠের পরিবারের সাংবাদিকরা।
জানাজার স্মরণ সমাবেশে মরহুমের বক্তব্য রাখার পাশপাশি উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুজ্জামান, জেলা বিএনপির সদস্য সচিব মোঃ রাইসুল আলম, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সফিউর রহমান কিরণ, জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যক্ষ নজরুল ইসলাম, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) সম্পাদক মোতাছিন বিল্লাহ, ইসলামী আন্দোলনের সেক্রেটারী তরিকুল ইসলাম তারেক, মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক মাফুজুর রহমান, তজুমদ্দিন উপজেলার সাবেক চেয়ারম্যান মোশারফ হোসেন দুলাল, প্রেসক্লাবের সাবেক সভাপতি এম. ফারুকুর রহমান, প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ আবু তাহের, দৈনিক আজকের ভোলার সম্পাদক আলহাজ্ব মুহাম্মদ শওকাত হোসেন, প্রেসক্লাবের সাবেক সম্পাদক অমিতাভ অপু, প্রেসক্লাব আহ্বায়ক এডভোকেট ড. আমিরুল ইসলাম বাসেত, জেলা সুজনের সভাপতি মুহাম্মদ মোবাশ্বির উল্লাহ চৌধুরী, দুদকের পিপি এডভোকেট সাহাদাত হোসেন শাহিন, ভোলা থিয়েটারের সভাপতি নাসির লিটন, ঈমাম সমিতির সভাপতি মাওলানা বেলায়েত হোসেন, আঞ্জুমান মফিদুল ইসলামের দাফন কাপন বিভাগের সম্পাদক খন্দকার বনি-আমিন, মরহুমের ছেলে মাছরাঙা টিভি প্রতিনিধি হাসিব রহমানসহ বিভিন্ন পেশার প্রতিনিধিসহ প্রিন্ট ও টিভি সাংবাদিকরা।
জানাজা নামাজে ঈমামতি করেন বকুলতলা মসজিদের ঈমাম মাওলানা মীর বেলায়েত হোসেন।

