Nabadhara
ঢাকাবুধবার , ২৬ নভেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

জামালপুর-৩ বিএনপি মনোনয়ন রিভিউ দাবিতে লান্জুর বিক্ষোভ

Link Copied!

জুলফিকার বাবলু, মাদারগঞ্জ, (জামালপুর) প্রতিনিধি

জামালপুরের  মাদারগঞ্জ উপজেলায় বিএনপির চূড়ান্ত মনোনয়নের দাবীতে বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ২৫ নভেম্বর বিকালে

বালিজুড়ী বাজার কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে  সমাবেশে  সভাপতিত্ব করেন মাদারগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সালেউদ্দিন  সবুজ   প্রধান অতিথির বক্তব্য রাখেন ফায়েজুল ইসলাম লাঞ্জু।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাদারগঞ্জ পৌর বিএনপির সাবেক সভাপতি ইঞ্জিঃ হাবলুল গাজী বেলাল ও পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম সিজার, গুনারীতলা ইউনিয়ন বিএনপির সহ সভাপতি গণি মেম্বার, উপজেলা যুবদলের সদস্য শহিদুল ইসলাম, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক জান্নাতুল ইসলাম জনি, মেলান্দহ উপজেলা বিএনপি নেতা রঞ্জু তালুকদার সহ দলীয় নেতৃবৃন্দ। অনুষ্ঠান  সঞ্চালনা করেন মাদারগঞ্জ উপজেলা ছাত্রদলের আহবায়ক মেহেদী হাসান টুটুল।

সভা শেষে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া’র রোগমুক্তি কামনায় দোয়া করা হয়। এ সময় মাদারগঞ্জ, মেলান্দহ উপজেলা, পৌর ও ইউনিয়ন বিএনপি এবং  সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ হাজারো নেতা কর্মী ও  সমর্থক উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন,মাদারগঞ্জ – মেলান্দহ নির্বাচনীএলাকায় গত   তিনবার এমপি প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ গ্রহণ করে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির  জলবায়ু বিষয়ক সহ- সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবুল  পরাজিত হয়েছেন।কিন্তু দল থেকে  তাকে আবার বিএনপির মনোনয়ন দেয়া হয়েছে। এটা আমরা মানিনা। বক্তারা প্রার্থী মনোনয়ন রিভিউ চান।  বিএনপির মনোনয়ন প্রার্থীকে পরিবর্তন করে বক্তারা ফায়েজুল ইসলাম লাঞ্জুকে চূড়ান্ত পর্যায়ে মনোনয়ন প্রদানের দাবী জানান। তৃনমুল পর্যায়ের কর্মীদের মতামত উপেক্ষা করে মোস্তাফিজুর রহমান বাবুলকে মনোনয়ন দেয়ার প্রতিবাদ জানিয়ে উপস্থিত কর্মী সমর্থকরা বিভিন্ন শ্লোগান প্রদান করেন।

সেই সময় মোস্তাফিজুর রহমান বাবুল দলের মনোনয়ন বঞ্চিত হয়ে দেওয়াল ঘড়ি প্রতীকে নির্বাচন করে পরাজিত হন। আবার বিএনপিতে যোগদানের পর দুই বার ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করে পরাজিত হন। ত্রিয়দশ জাতীয় সংসদ নির্বাচনে   বিএনপির মনোনয়ন রিভিউ চান এবং দলের হাই কমান্ডের কাছে দাবী করেন বাবুলের পরির্বতে ফায়েজুল ইসলাম লাঞ্জুকে চুড়ান্ত মনোনয়ন দেয়া দাবি জানান। অন্যথায় বিএনপি এ আসনটি আবার হারাবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।