কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন করা হয়েছে।
আজ বুধবার (২৬.১১.২৫) উপজেলা প্রশাসন এবং প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে উপজেলার কোটালীপাড়া সরকারি আদর্শ কলেজ মাঠে দিনব্যাপী এ সেবা সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার সাগুফতা হক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে এ সেবা সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন করেন। উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. মো: মিরাজ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রাণিসম্পদ প্রদর্শনী উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: মাসুম বিল্লাহ, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার আবু তাহের হেলাল, প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. সবুজ চন্দ্র রায়, খামারী খোকন শেখ বক্তব্য রাখেন।
উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. মো: মিরাজ হোসেন বলেন, জনগনকে প্রাণিসম্পদ পালনে উৎসাহিত করার জন্য আমাদের এই প্রদর্শনীর আয়োজন। এ প্রদর্শনীতে ৩০টি স্টল বসেছে। স্টলগুলোতে হাঁস, মুরগি, গরু, ছাগলসহ বিভিন্ন প্রকার পাখি প্রদর্শন করা হচ্ছে। এসব দেখে সাধারণ জনগন প্রাণিসম্পদ পালনে উৎসাহিত হবে।

