আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও ফরিদপুর-১ আসনের সম্ভাব্য আটদলীয় জোটের সংসদ সদস্য পদপ্রার্থী মুফতি শরাফাত হোসাইন বলেছেন, “যুবসমাজ হলো জাতির শক্তি ও আগামী দিনের নেতৃত্ব। আদর্শ, নৈতিকতা ও শৃঙ্খলাবদ্ধ তরুণ গড়ে তুলতে খেলাফত যুব মজলিস যে ভূমিকা রাখছে, তা অত্যন্ত প্রশংসনীয়। আপনারা নিজ নিজ এলাকায় শান্তি, ভ্রাতৃত্ব ও সত্যের বার্তা ছড়িয়ে দেবেন — এটাই আমার প্রত্যাশা।”
তিনি এই কথা বলেন ফরিদপুরের আলফাডাঙ্গায় বাংলাদেশ খেলাফত যুব মজলিস আলফাডাঙ্গা শাখা কর্তৃক আয়োজিত জনশক্তি সম্মেলনে। অনুষ্ঠানটি বৃহস্পতিবার (২৭ নভেম্বর ২০২৫) দুপুরে মিঠাপুর দারুস সুন্নাহ মাদ্রাসা ও এতিমখানার হলরুমে অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ খেলাফত মজলিসের আলফাডাঙ্গা উপজেলা সভাপতি মাওলানা ইলিয়াস হোসাইন। প্রধান অতিথি হিসেবে মুফতি শরাফাত হোসাইন আরও বলেন, “একজন সৎ, দায়িত্ববান ও আদর্শবান কর্মী সমগ্র সমাজকে বদলে দিতে পারে। যুবসমাজকে বিভক্তি, বিশৃঙ্খলা ও অপসংস্কৃতি থেকে দূরে রেখে দেশ ও ধর্মের কল্যাণে কাজ করতে হবে।”
বাংলাদেশ খেলাফত মজলিসের আলফাডাঙ্গা উপজেলা সম্পাদক (সংগঠন) হাফেজ আবু মুসার সঞ্চালনায় বক্তব্য দেন প্রধান উপদেষ্টা মাওলানা তামিম আহমেদ মিলন, মাওলানা মুফতি সিরাজুল ইসলাম, ফরিদপুর জেলা সেক্রেটারি মুফতি আবু নাসির আইয়ুবী, জেলা সাংগঠনিক সম্পাদক মাওলানা মিজানুর রহমান, যুব মজলিস ফরিদপুর জেলা সভাপতি মাহবুবুর রহমান, জেলা যুব মজলিসের সম্পাদক (সংগঠন) মাওলানা ফারহাদ হোসেন প্রমুখ।
বক্তারা সংগঠনের কার্যক্রম আরও শক্তিশালী করা এবং যুবসমাজকে নৈতিক ও আদর্শিক শিক্ষায় উদ্বুদ্ধ করার ওপর জোর দেন। এ সময় ছাত্র মজলিসের ফরিদপুর জেলা পশ্চিম সভাপতি মোল্লা রুহুল আমিনসহ আলফাডাঙ্গা, বোয়ালমারী ও মধুখালী উপজেলার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সর্বস্তরের নেতাকর্মীদের অংশগ্রহণে জনশক্তি সম্মেলন প্রাণবন্ত, উৎসাহব্যঞ্জক ও সফলভাবে সম্পন্ন হয়।

