Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ২৭ নভেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে পুলিশি ছদ্মবেশী অভিযানে ৩ জুয়াড়ি আটক

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
নভেম্বর ২৭, ২০২৫ ৭:১৩ অপরাহ্ণ
Link Copied!

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি

রাজবাড়ীর গোয়ালন্দে দৌলতদিয়া–পাটুরিয়া নৌপথে চলাচলরত ‘শাহ মখদুম’ ফেরিতে পুলিশ ছদ্মবেশে অভিযান চালিয়ে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ টাকাসহ তিনজন জুয়াড়িকে আটক করেছে দৌলতদিয়া নৌ-পুলিশ।

বুধবার (২৬ নভেম্বর) রাতে দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাটে অবস্থানরত ওই ফেরিতে অভিযানটি পরিচালনা করা হয়।

আটককৃতরা হলেন— গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া বাহেরচর এলাকার মৃত ওহেদ ফকিরের ছেলে মো. বাবু ফকির (৩২), উত্তর দৌলতদিয়ার মৃত তারক আলী মণ্ডলের ছেলে মো. হাসান মণ্ডল (৫০) এবং ফকির পাড়ার মৃত আব্দুল ফকিরের ছেলে তারা ফকির (৩০)।

দৌলতদিয়া নৌ-পুলিশ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তাদের একটি দল লুঙ্গি পরে যাত্রীবেশে ফেরিতে ওঠে। ফেরিটি ঘাটে ভেড়ার পর অভিযান চালালে তিনজনকে জুয়ার তাস ও নগদ টাকাসহ হাতেনাতে আটক করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্যান্য জুয়াড়িরা পালিয়ে যায়।

দৌলতদিয়া নৌ-পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ত্রিনাথ সাহা বলেন, “জুয়াড়িরা সাধারণত দলবদ্ধভাবে কাজ করে। তারা ‘তিন তাস’ নামে জুয়া খেলে সাধারণ মানুষের কাছ থেকে টাকা-পয়সা ও মূল্যবান সামগ্রী হাতিয়ে নেয়। আমাদের উপস্থিতি টের পেয়ে বেশ কয়েকজন পালিয়ে গেলেও তিনজনকে আটক করতে সক্ষম হয়েছি। নৌপথে শৃঙ্খলা রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

আটক ব্যক্তিদের বিরুদ্ধে গোয়ালন্দ ঘাট থানায় মামলা দায়ের করা হয়েছে এবং বৃহস্পতিবার দুপুরে তাদের রাজবাড়ীর আদালতে পাঠানো হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।