স্টাফ রিপোর্টার, ভোলা
ভোলার লালমোহন উপজেলায় খালার বাড়িতে বেড়াতে এসে পুকুরে ডুবে মোসা. মালা আক্তার (১৫) নামে এক কিশোরীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার চরভূতা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের হরিগঞ্জ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মৃত মালা আক্তার চট্টগ্রামের পাঁচলাইশ থানার মোল্লা গ্যারেজ এলাকার মো. আবুল কাশেমের মেয়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় এক মাস আগে মায়ের সঙ্গে খালার বাড়িতে বেড়াতে আসে মালা। বৃহস্পতিবার সন্ধ্যায় বাড়ির পাশের পুকুরে হাত-মুখ ধোয়ার জন্য নামলে অসাবধানতাবশত তার পা পিছলে পানিতে পড়ে যায়। সাঁতার না জানায় পুকুর থেকে আর উঠতে পারেনি সে।
পরে আরিফ নামে এক প্রতিবেশী পুকুরে ভাসমান অবস্থায় মালাকে দেখে চিৎকার করলে স্বজনরা দ্রুত গিয়ে তাকে উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে লালমোহন থানার ওসি মো. সিরাজুল ইসলাম জানান, খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

