Nabadhara
ঢাকাশুক্রবার , ২৮ নভেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

জামালপুরে কারাগারে হামলায় এক হাজতির মৃত্যু

জামালপুর প্রতিনিধি
নভেম্বর ২৮, ২০২৫ ৮:৪৪ অপরাহ্ণ
Link Copied!

জামালপুর প্রতিনিধি

জামালপুর জেলা কারাগারে এক হাজতির হামলায় অপর হাজতি নিহত হয়েছেন। শুক্রবার (২৮ নভেম্বর) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পাগলা হযরত (২৫) নামে ওই হাজতি মারা যান।

ঘটনার সূত্রপাত ঘটে গত বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দুপুরে কারাগারের ভেতরে। জানা গেছে, কাশি ও থুথু ফেলাকে কেন্দ্র করে পাগলা হযরতের সঙ্গে রহিদুর মিয়ার (৪০) কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে রহিদুর মিয়া একটি কাঠের টুকরো দিয়ে পাগলা হযরতের মাথায় একাধিকবার আঘাত করেন। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে জামালপুর জেনারেল হাসপাতালে নেয়া হয় এবং পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

নিহত পাগলা হযরত জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার চেংটিমারি গ্রামের মোঃ ইমান হোসেনের ছেলে। অপর হাজতি রহিদুর মিয়া বকশীগঞ্জ উপজেলার কামালপুর বালুরগাঁও গ্রামের মৃত ছামিউল হকের সন্তান।

জামালপুর জেলা কারাগারের লিপি রানী সাহা জানিয়েছেন, মৃতের মরদেহ ময়নাতদন্তের পর পরিবারের কাছে হস্তান্তর করা হবে। রহিদুর মিয়া বর্তমানে জামালপুর কারাগারে রয়েছেন এবং ঘটনার বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান আছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।