মনিরামপুর (যশোর) প্রতিনিধি
যশোরের মনিরামপুরে উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট শহীদ ইকবাল হোসেনকে যশোর-৫ (মনিরামপুর) আসনে ধানের শীষের প্রার্থী করার দাবিতে ছয়টি ইউনিয়নের নেতৃবৃন্দ যৌথভাবে প্রচার মিছিল ও পথসভা অনুষ্ঠিত করেছে।
শুক্রবার বিকেলে মনিরামপুর উপজেলার খানপুর ইউনিয়নের গোপালপুর বাজার থেকে শুরু হওয়া বিশাল প্রচার মিছিলটি স্কুল মাঠে গিয়ে পথসভায় রূপ নেয়। অনুষ্ঠানে ধানের শীষের হাজারো কর্মী ও সমর্থক অংশগ্রহণ করেন। আগেই ছয়টি ইউনিয়ন থেকে খণ্ড খণ্ড মিছিলসহ হাজার হাজার নারী-পুরুষ নেতাকর্মী যোগ দেন।
পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আলহাজ্জ্ব শহীদ মোহাম্মাদ ইকবাল হোসেন। উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি মুক্তিযোদ্ধা খান আক্তার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন পৌর বিএনপির সভাপতি খায়রুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুল হাই, সহসভাপতি মফিজুর রহমান, অ্যাডভোকেট মকবুল ইসলাম, যুগ্ম সম্পাদক নাজমুল হক লিটন, সাংগঠনিক সম্পাদক খান শফিয়ার রহমানসহ অন্যান্য নেতা-কর্মীরা। এছাড়াও উপজেলা যুবদল, ছাত্রদল ও মহিলা দলের নেতাকর্মীরা ব্যাপক উপস্থিত ছিলেন।
নেতৃবৃন্দ জানান, তারা অদূর ভবিষ্যতে ধানের শীষ প্রতীকের মাধ্যমে শহীদ ইকবাল হোসেনকে মনিরামপুর আসনের প্রার্থী হিসেবে দেখতে চান এবং দলের মধ্যে একতা ও সমন্বয় বজায় রাখতে এই প্রচার কার্যক্রম পরিচালনা করা হয়েছে।

