স্টাফ রিপোর্টার, চিতলমারী
চিতলমারীর বড়বাড়িয়া বাজারের সুপরিচিত চিকিৎসক ডাঃ শংকর কুমার বিশ্বাস (৬০) শুক্রবার দুপুর ২টার দিকে ইহলোকের মায়া ত্যাগ করে পরলোকগমন করেন। তিনি বড়বাড়িয়া পোদ্দারপাড়া গ্রামের বাসিন্দা ছিলেন। দীর্ঘ দিন ধরে সুনামের সঙ্গে বড়বাড়িয়া বাজারে তিনি চিকিৎসা সেবা দিয়ে আসছিলেন।
শংকর বিশ্বাসের পরিবারের সদস্যরা জানান, বৃহস্পতিবার বিকেলে চেম্বারে বসে থাকা অবস্থায় তিনি কিছুটা অসুস্থ বোধ করেন। পরে তাকে চিতলমারী হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন। খুলনায় নেওয়ার পথে তিনি মারা যান। শংকর বিশ্বাস দীর্ঘদিন ধরে ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপে ভুগছিলেন।
ওইদিন রাত ১০টার দিকে তার নিজ বাড়িতে তাকে দাফন করা হয়। শংকর বিশ্বাসের মৃত্যুর খবরে এলাকায় গভীর শোকের ছায়া নেমে আসে। তার মৃত্যুর খবর পেয়ে শেষবারের মতো তাকে দেখতে এলাকাবাসীসহ শুভাকাঙ্ক্ষীরা পোদ্দারপাড়া গ্রামের তার বাড়িতে ভিড় করেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে, ১ মেয়ে এবং বহু আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।

