Nabadhara
ঢাকাবুধবার , ৩ ডিসেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

শিক্ষকদের আন্দোলনে যশোর জিলা স্কুলে পরীক্ষা হয়নি, ক্ষুব্ধ শিক্ষার্থী অভিভাবকরা

যশোর প্রতিনিধি
ডিসেম্বর ৩, ২০২৫ ১১:১৮ পূর্বাহ্ণ
Link Copied!

যশোর প্রতিনিধি

সরকারি মাধ্যমিক শিক্ষকদের আন্দোলনের কারণে মঙ্গলবার যশোর জিলা স্কুলে বার্ষিক পরীক্ষা পরীক্ষা অনুষ্ঠিত হয়নি। এ নিয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে ক্ষোভের সঞ্চার হয়েছে। ক্ষুব্ধ শিক্ষার্থী অভিভাবকরা জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়েও অভিযোগ জানিয়েছেন। তবে পরীক্ষা হয়েছে সরকারি বালিকা বিদ্যালয়ে। ৯ম গ্রেডের দাবিতে সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির আহ্বানে নো ওয়ার্ক কর্মসূচি পালন করছেন শিক্ষকরা।

দেশের মাধ্যমিক পর্যায়ের বিদ্যালয়গুলোতে এখন বার্ষিক পরীক্ষা চলমান রয়েছে। এই পরীক্ষার মাঝেই ১ ডিসেম্বর থেকে সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি নবম গ্রেডসহ চার দফা দাবিতে সারাদেশে নো ওয়ার্ক কর্মসূচি ঘোষণা করে। কর্মসূচির অংশ হিসেবে ১ ডিসেম্বর যশোর জিলা স্কুল ও সরকারি বালিকা বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হয়নি। একই ধারাবাহিকতায় মঙ্গলবারও যশোর জিলা স্কুলে পরীক্ষা হয়নি। এ নিয়ে শিক্ষার্থী ও অভিভাবকরা ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন।

শিক্ষার্থীরা জানান, তারা রাতদিন জেগে পরীক্ষার প্রস্তুতি নিয়েছেন। এখন হঠাৎ করেই পরীক্ষা বন্ধ করা হয়েছে। এতে তারা মানসিকভাবে ভেঙ্গে পড়ছেন। এছাড়া পরীক্ষার পর তাদেরকে নিয়ে বাবা মায়ের দাদা বাড়ি নানা বাড়ি বা বেড়াতে যাওয়ার পরিকল্পনা থাকে। সেই হিসেবে অনেকে বাস ট্রেনের টিকিটও কেটে রেখেছেন। এখন এই টাকাগুলো জলে যাবে।

অভিভাবকরা অভিযোগ করেন, শিক্ষকরা তাদের দাবি আদায়ে আন্দোলন করবেন। কিন্তু তার জন্য শিক্ষার্থীদের কেনো জিম্মি করবেন। ডাক্তাররাও আন্দোলন করেন, কিন্তু জরুরি চিকিৎসা চালু রেখে। তেমনি শিক্ষকরাও পরীক্ষা চালু রেখেই আন্দোলন করতে পারতেন। কিন্তু তারা শিক্ষার্থীদের কথা ভাবলেন না। এক পর্যায়ে শিক্ষার্থী অভিভাবকরা তাদের অভিযোগ নিয়ে কালেক্টরেট চত্বরে গিয়ে বিক্ষোভ করেন এবং প্রশাসনের কর্মকর্তাদের কাছে অভিযোগ জানান।

এ বিষয়ে যশোর জিলা স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জয়নাল আবেদীন বলেন, তার পরীক্ষা গ্রহণের সমস্ত প্রস্তুতি রয়েছে। কিন্তু শিক্ষকরা আন্দোলন করছেন। ফলে কক্ষ পরীক্ষক না পাওয়ায় তিনি পরীক্ষা গ্রহণ করতে পারছেন না।

এদিকে, আন্দোলনের মাঝেও সরকারি বালিকা বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। অল্পসংখ্যক শিক্ষক এবং কর্মচারীদের নিয়ে প্রধান শিক্ষক এখানে পরীক্ষা গ্রহণ করেছেন।

প্রধান শিক্ষক জানিয়েছেন, শিক্ষকরা আন্দোলন করছেন। তারপরও তিনি পরীক্ষা গ্রহণ করেছেন। কিছু শিক্ষক ও কর্মচারী এই পরীক্ষা গ্রহণে সহযোগিতা করেছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।