Nabadhara
ঢাকাবুধবার , ৩ ডিসেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

মাদারীপুরে শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মহাসড়ক অবরোধ, দেড় ঘণ্টা যান চলাচল বন্ধ

মাদারীপুর প্রতিনিধি
ডিসেম্বর ৩, ২০২৫ ১১:০৮ অপরাহ্ণ
Link Copied!

মাদারীপুর প্রতিনিধি 

মাদারীপুর সরকারি কলেজ মাঠে মাদক সেবনের প্রতিবাদ করায় ইকবাল আমিন ওরফে সম্রাট (২০) নামে এক শিক্ষার্থীকে পিটিয়ে আহত করেছে বহিরাগতরা। এ ঘটনার প্রতিবাদে ও তিন দফা দাবি আদায়ে বুধবার সন্ধ্যায় প্রায় দুই ঘণ্টা মাদারীপুর-শরীয়তপুর-চাঁদপুর আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন সাধারণ শিক্ষার্থীরা। এ সময় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ চালালে সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে দুই পাশে দীর্ঘ যানজট সৃষ্টি হয়ে দুর্ভোগে পড়েন সাধারণ যাত্রীরা।

বুধবার সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত মাদারীপুর শহরের কলেজ গেট এলাকায় এ কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা।

ঘটনার পর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল হোসেন এবং কলেজের অধ্যক্ষ লুৎফর রহমান খান ঘটনাস্থলে গিয়ে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। শিক্ষার্থীদের সব দাবি মেনে নেওয়ার আশ্বাস দিলে তারা অবরোধ তুলে নেন।

আহত শিক্ষার্থী ইকবাল আমিন সম্রাট বর্তমানে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে চিকিৎসাধীন। তিনি মাদারীপুর সরকারি কলেজের রসায়ন বিভাগের স্নাতক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। তার বাড়ি নোয়াখালীর হাতিয়ায়।

কলেজের অধ্যক্ষ লুৎফর রহমান খান বলেন, “শিক্ষার্থীদের দাবি যৌক্তিক। কলেজের পকেট গেটগুলো বন্ধ করা হবে এবং দ্রুত সীমানা নির্ধারণ করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে।”

ওসি আদিল হোসেন বলেন, “শিক্ষার্থীরা মিছিল নিয়ে মহাসড়ক অবরোধ করেন এবং টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে। পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করে। পরে কলেজ কর্তৃপক্ষ ও পুলিশের আশ্বাসে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেয়।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।