হাবিবুল বারি হাবিব, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পরিবার পরিকল্পনা অধিদপ্তরাধীন পরিবার কল্যাণ পরিদর্শিকা, পরিবার কল্যাণ সহকারি ও পরিবার পরিকল্পনা পরিদর্শকদের কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালিত হচ্ছে ।
নির্দিষ্ট নিয়োগ বিধি প্রণয়ন ও দ্রুত বাস্তবায়নের দাবীতে গত ২ ডিসেম্বর থেকে এই কর্মসূচি চলছে, যা আগামী ১১ ডিসেম্বর পর্যন্ত চলবে বলে জানায় আন্দোলনকারীরা ।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) শিবগঞ্জ উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের সামনে উপজেলার সকল পরিবার কল্যাণ পরিদর্শিকা, পরিবার কল্যাণ সহকারি ও পরিবার পরিকল্পনা পরিদর্শকগণ কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করেন ।
এতে বক্তব্য রাখেন পরিবার পরিকল্পনা পরিদর্শক মেহেদী হাসান ও সানাউল্লাহ এবং পরিবার কল্যাণ সহকারি নুসরাত মহল সহ আরো অনেকেই । বক্তারা বলেন, আমরা মাঠ পর্যায়ের কর্মী হিসেবে মা ও শিশু সহ সাধারণ জনগনকে সর্বোচ্চ সেবা দিয়ে থাকলেও আমাদের পদোন্নতির কোন সুযোগ নেই ।
এর প্রধান কারন নির্দিষ্ট কোন নিয়োগ বিধি না থাকা । তাই আমরা দ্রুত নিয়োগ বিধি প্রণয়ন ও বাস্তবায়নের দাবীতে আমাদের আন্দোলন চালিয়ে যাচ্ছি । এসময় ১১ ডিসেম্বরের মধ্যে দাবী মেনে না নিলে কেন্দ্রের নির্দেশনা মোতাবেক আরো কঠোর কর্মসূচি পালনেরও হুঁশিয়ারি দেন বক্তারা ।
এ বিষয়ে জানতে চাইলে শিবগঞ্জ উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: আবু সাঈদ মো: মাসুদ বলেন, আন্দোলনকারীদের দাবী যৌক্তিক, তবে তা আদায়ে কর্মবিরতি না করে অন্য পন্থা অবলম্বন করা উচিত ।

