Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ৪ ডিসেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

মাদারীপুরে নির্বাচনকে ঘিরে গণমাধ্যমকর্মীদের সাথে সেমিনার ও মতবিনিময়

মাদারীপুর প্রতিনিধি 
ডিসেম্বর ৪, ২০২৫ ৮:৩২ অপরাহ্ণ
Link Copied!

মাদারীপুর প্রতিনিধি 

মাদারীপুরে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে স্থানীয় গণমাধ্যমকর্মীদের সঙ্গে নির্বাচনপ্রক্রিয়া, আইনশৃঙ্খলা পরিস্থিতি, সাংবাদিকদের দায়িত্ব ও করণীয় বিষয়ে সেমিনার ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর ২০২৫) সকাল ১০টা ৩০ মিনিটে জেলা সমন্বিত অফিস ভবনের সম্মেলন কক্ষে প্রায় দুই ঘণ্টাব্যাপী এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর আলম। জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সংবাদকর্মীরা এতে অংশ নেন।

জেলা প্রশাসক জাহাঙ্গীর আলম সাংবাদিকদের উদ্দেশে বলেন, “আমি সিরাজগঞ্জের ছেলে বলে পরিচয় দিতে চাই না; বরং মাদারীপুরের সন্তান হিসেবে এখানকার মানুষের সঙ্গে থেকে কাজ করতে চাই। নির্বাচনের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনে আপনাদের সহযোগিতা অত্যন্ত জরুরি।” তিনি দায়িত্বশীল সাংবাদিকতা, গুজব প্রতিরোধ, ভোটার সচেতনতা বৃদ্ধি এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে গণমাধ্যমের সক্রিয় ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।

সেমিনারে প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিতকরণ প্রসঙ্গে জেলা নির্বাচন অফিসার জানান, পোস্টাল ভোটের মাধ্যমে প্রবাসীদের ভোটাধিকার প্রয়োগের সম্ভাবনা ক্রমেই বাড়ছে। তিনি নির্বাচনী প্রযুক্তির উন্নয়ন এবং ভবিষ্যতে প্রবাসী ভোটারদের অংশগ্রহণ আরও সহজ করার উদ্যোগ সম্পর্কে আলোচনা করেন।

সভায় বক্তারা নির্বাচনকালীন সংবাদ সংগ্রহের নৈতিকতা, ভুয়া তথ্য রোধ, আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় এবং ভোটারদের আস্থা বাড়াতে গণমাধ্যমের কার্যকর ভূমিকা নিয়ে মতবিনিময় করেন। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন জেলা প্রশাসন ও নির্বাচন অফিসের কর্মকর্তারা।

অনুষ্ঠানের শেষাংশে প্রশাসনিক কর্মকর্তারা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ, সুষ্ঠু ও গ্রহণযোগ্যভাবে সম্পন্ন করার প্রত্যয় ব্যক্ত করেন। তারা বলেন, প্রশাসন, নির্বাচন কমিশন ও গণমাধ্যমের সমন্বিত প্রচেষ্টাই একটি গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের মূল ভিত্তি।

অংশগ্রহণকারী সাংবাদিকরাও এমন আয়োজনের জন্য জেলা প্রশাসনকে ধন্যবাদ জানিয়ে বলেন, নির্বাচনকালীন চ্যালেঞ্জ মোকাবেলায় এ ধরনের সভা মাঠপর্যায়ের কাজকে আরও সুদৃঢ় করে।

ধন্যবাদ জ্ঞাপনের মধ্য দিয়ে সেমিনার ও মতবিনিময় সভার আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।