Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ৪ ডিসেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

লালপুরে ছুরিকাঘাতের ঘটনায় সবজিওয়ালার টাকা ছিনতাই

লালপুর (নাটোর) প্রতিনিধি
ডিসেম্বর ৪, ২০২৫ ৯:০০ অপরাহ্ণ
Link Copied!

লালপুর (নাটোর) প্রতিনিধি

সকালে ভোরের কুয়াশা ভেদ করে ভ্যানগাড়িতে সবজি সাজিয়ে বের হন আব্দুল মান্নান। অলিগলি ধরে হাঁক ডাকতে ডাকতে বিক্রি করেন টাটকা সবজি। নাটোরের লালপুর উপজেলার রাধাকৃষ্ণপুর গ্রামের এই পঞ্চাশোর্ধ মানুষটির জীবন এভাবেই কাটে। প্রতিদিনের আয়েই জ্বলে সংসারের চুলা, চলে ছেলেমেয়ের পড়াশোনা।

কিন্তু বুধবার (৩ ডিসেম্বর) রাত সাড়ে ১০ টার দিকে ঈশ্বরদী থেকে বাড়ি ফেরার পথে উপজেলার দুড়দুড়িয়া ইউনিয়নের নসির বিল এলাকায় তাঁকে ছুরিকাঘাত করে দিনভর সংগ্রহ করা ছয় হাজার টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা।

স্থানীয়রা জানান, রাতে ভ্যান চালিয়ে বাড়ি ফিরছিলেন মান্নান। দীর্ঘ নির্জন রাস্তাটিতে মানুষের চলাচল কম। ঠিক তখনই পেছন থেকে এসে মোটরসাইকেলে থাকা দুই ব্যক্তি তাঁর পথরোধ করে। কথাবার্তার সুযোগ না দিয়ে ছুরি দিয়ে আঘাত করে পকেটে রাখা টাকা ছিনিয়ে নেয় তারা।

মান্নানের হাতের কব্জিতে গভীর কাটা। কণ্ঠে ক্ষীণ স্বরে আব্দুল মান্নান জানান, ছয় হাজার টাকা আমার কাছে খুব বড় টাকা। এটিই ছিল আমার সব পুঁজি। এই টাকা দিয়েই পরিবার চলে।

হাতে ৮টা সেলাই লাগছে, একদিকে চিকিৎসা, অন্যদিকে সংসার চালাবো কিভাবে? সব মিলিয়ে বিপাকে পড়েছেন এই সবজি বিক্রেতা।

এঘটনার বিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, এ ধরনের কোনো অভিযোগ থানায় জমা পড়েনি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।