শামীম শেখ, গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজবাড়ী-১ (সদর ও গোয়ালন্দ) আসনে গণঅধিকার পরিষদ মনোনীত ট্রাক প্রতীকের প্রার্থী মো. জাহাঙ্গীর খান ব্যাপক গণসংযোগ করেছেন।
রবিবার (৭ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা থেকে দৌলতদিয়া ফেরিঘাটে পৌঁছালে গণঅধিকার পরিষদের নেতাকর্মী ও স্থানীয় সাধারণ মানুষ তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। পরে তিনি নেতাকর্মীদের নিয়ে দৌলতদিয়া ঘাট এলাকা ও গোয়ালন্দ বাজারে ঘুরে ঘুরে সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং ট্রাক প্রতীক মার্কায় ভোট প্রার্থনা করেন।
গণসংযোগ কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা গণঅধিকার পরিষদের আহবায়ক মো. শরিফুল ইসলাম, যুব অধিকার পরিষদের সভাপতি রাশিদুল ইসলাম, সাধারণ সম্পাদক ফজলে রাব্বী, সাবেক সাংগঠনিক সম্পাদক রুবেল আপন মৃধা, জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি শাহিন আলম, গোয়ালন্দ উপজেলা যুব অধিকার পরিষদের সভাপতি রেজা মাহমুদ, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, উপজেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি মো. সাগর শেখসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এ সময় জাহাঙ্গীর খান বলেন, “গণঅধিকার পরিষদের চেয়ারম্যান ভিপি নুরুল হক নূর আমার ওপর আস্থা রেখে রাজবাড়ী-১ আসনের মানুষের সেবা করার সুযোগ দিয়েছেন। আমি দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে অবশ্যই এ আসন তাকে উপহার দিতে পারব বলে আশাবাদী।”

