Nabadhara
ঢাকারবিবার , ৭ ডিসেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

রাজবাড়ীতে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র-এ্যামুনেশনসহ চারজন গ্রেফতার

রাজবাড়ী প্রতিনিধি
ডিসেম্বর ৭, ২০২৫ ৭:২৫ অপরাহ্ণ
Link Copied!

রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ী সদর উপজেলার ৯ নং পৌরসভার ধুনছি গ্রামে যৌথ বাহিনীর টাস্কফোর্স অভিযানে তাজা পিস্তলের এ্যামুনেশনসহ চারজনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। রোববার বিকেল ৪টা থেকে সন্ধ্যা সাড়ে ৫টা পর্যন্ত পরিচালিত এই অভিযানে অবৈধ অস্ত্র ও বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

৮ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির উপ-অধিনায়ক মেজর মোস্তফার নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। এতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রাজবাড়ীর প্রতিনিধি, রাজবাড়ী সদর থানা পুলিশ এবং জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু বক্কর সিদ্দিক অংশ নেন।

অভিযান চলাকালে ধুনছি গ্রামের মৃত জুলমত ফকিরের ছেলে মো. রমজান মিয়া (৩০)–কে তার বাড়ি থেকে তাজা পিস্তলের এ্যামুনেশনসহ বিভিন্ন অবৈধ সরঞ্জামসহ গ্রেফতার করা হয়। একই সময় ছোট নুরপুর এলাকার শহিদুলের ছেলে মো. লিয়ন (২৬), নাজমুল হাসানের ছেলে মো. শিহাব (২৫) এবং আহমদ আলীর ছেলে মো. মেহেদী নূর হাবিব (২৫)–কে মাদক কেনার অভিযোগে আটক করে যৌথ বাহিনী।

উদ্ধার করা মালামালের মধ্যে রয়েছে—২টি তাজা পিস্তল এ্যামুনেশন, ১টি খালি মদের বোতল, ১টি দেশীয় ধারালো চাকু এবং ১টি হাতুড়ি। পরে উদ্ধারকৃত অস্ত্র-এ্যামুনেশনসহ চারজনকে রাজবাড়ী সদর থানায় হস্তান্তর করা হয়।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, মাদক, অবৈধ অস্ত্র ও অপরাধ দমনে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।