শামীম শেখ, গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজবাড়ী-১ (সদর ও গোয়ালন্দ) আসনের গণঅধিকার পরিষদ মনোনীত ট্রাক প্রতীকের প্রার্থী, রাজবাড়ী জেলা গন অধিকার পরিষদের সিনিয়র যুগ্ম আহবায়ক মো. জাহাঙ্গীর খান সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় সভা করেছেন।
রবিবার (৭ ডিসেম্বর) সন্ধ্যা সারে ৬ টার দিকে গোয়ালন্দ সাংবাদিক ফোরাম কার্যালয়ে নির্বাচনী গণসংযোগের অংশ হিসেবে তিনি এ সভা করেন।
এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা যুব অধিকার পরিষদের সহ-সভাপতি মিজানুর রহমান, জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি শাহিন আলম, জেলা শ্রম অধিকার পরিষদের সহ সাংগঠনিক সম্পাদক মোঃ টিপু সুলতান, গোয়ালন্দ উপজেলা যুব অধিকার পরিষদের সভাপতি রেজা মাহমুদ, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, উপজেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি মো. সাগর শেখ, সহ সভাপতি আলমাস ব্যাপারী প্রমূখ।
সভায় গোয়ালন্দ সাংবাদিক ফোরামের আহবায়ক হেলাল মাহমুদ, সদস্য সচিব মোজাম্মেল হক লাল্টুসহ অন্যান্য সাংবাদিকরা অংশ নেন।
এ সময় জাহাঙ্গীর খান বলেন, আমি দীর্ঘদিন ওমানে প্রবাস থেকে সেখানে ব্যবসা-বানিজ্য করছি। গণঅধিকার পরিষদের চেয়ারম্যান ভিপি নুরুল হক নূর ওমান সফরকালে তার সঙ্গে আমার পরিচয় হয়। তার মধ্যে দেশ প্রেম, সততা ও ন্যায়ের সংগ্রামে সাহসিকতা দেখে আমি তার প্রতি আকৃষ্ট হই।
তিনি দেশে যে ইতিবাচক পরিবর্তনের রাজনীতি করছেন তাতে দেশের ছাত্র-জনতার ব্যাপক সমর্থন রয়েছে। আমি নিজেও দেশকে ভালবেসে ভিপি নুরের হাতকে শক্তিশালী করতে গন অধিকার পরিষদের রাজনীতিতে সক্রিয় হয়েছি।
ভিপি নুর আমার উপর আস্থা রেখে আগামী জাতীয় সংসদ নির্বাচনে রাজবাড়ী-১ আসনে
তার দল থেকে আমাকে মনোনয়ন দিয়েছেন। আমি রাজবাড়ী -১ আসনের জনগনের সেবক হয়ে কাজ করতে চাই। এ জন্য আগামী জাতীয় সংসদ নির্বাচনে রাজবাড়ী সদর ও গোয়ালন্দ উপজেলার সম্মানীত ভোটার ও সর্বস্তরের জনগণের ভোট ও সার্বিক সহযোগিতা কামনা করছি।

