Nabadhara
ঢাকাসোমবার , ৮ ডিসেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

ভূমধ্যসাগরে নৌকাডুবিতে নিখোঁজ রাজৈরের যুবক সামির

মাদারীপুর প্রতিনিধি
ডিসেম্বর ৮, ২০২৫ ৭:০২ অপরাহ্ণ
Link Copied!

মাদারীপুর প্রতিনিধি

ভূমধ্যসাগরে নৌকাডুবির ঘটনায় মাদারীপুরের রাজৈর উপজেলার সামির শেখ (২৭) নামে এক যুবক নিখোঁজ রয়েছেন। গত ২১ দিন ধরে তাঁর কোনো সন্ধান না পাওয়ায় পরিবারে নেমে এসেছে শোক ও উৎকণ্ঠা। নিখোঁজ সামির গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার এক মানবপাচারকারীর মাধ্যমে ইতালি যাওয়ার চেষ্টা করেছিলেন বলে পরিবার সূত্রে জানা গেছে।

পরিবার জানায়, ইতালি যাওয়ার জন্য মানবপাচারকারী মো. ইলিয়াসের সঙ্গে ১৯ লাখ টাকায় চুক্তি করেন তারা। চুক্তির অংশ হিসেবে ১৬ লাখ টাকা পরিশোধ করা হয়। এরপর ৬ অক্টোবর সামির লিবিয়ার উদ্দেশ্যে বাড়ি ছাড়েন। পরিবারের সর্বশেষ জানা তথ্য অনুযায়ী, ১৫ নভেম্বর তিনি লিবিয়া উপকূল থেকে বিশাল লঞ্চে ইতালির উদ্দেশ্যে রওনা হন।

এরপরই ভূমধ্যসাগরে নৌকাডুবির খবর আসে। সেই ঘটনার পর থেকেই সামিরের সঙ্গে আর কোনো যোগাযোগ নেই। নিশ্চিত কোনো তথ্য না পাওয়ায় মানবপাচারকারী ইলিয়াসের সঙ্গে পরিবারের যোগাযোগও বিচ্ছিন্ন হয়ে গেছে বলে অভিযোগ করছে পরিবার।

নিখোঁজ সামিরের মা সুফিয়া বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, “২১ দিন ধরে আমার ছেলের কোনো খবর নেই। দালাল ফোনও ধরছে না। আমি দিশেহারা হয়ে গেছি। শুধু চাই—আমার ছেলে ফিরে আসুক।”

এ বিষয়ে রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ খান জানান, “পরিবার চাইলে অভিযোগ করতে পারে। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।