Nabadhara
ঢাকামঙ্গলবার , ৯ ডিসেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

সখিপুরে ছাত্রদলের গণসংযোগ ও লিফলেট বিতরণ

শাহীন আহমেদ, শরীয়তপুর প্রতিনিধি
ডিসেম্বর ৯, ২০২৫ ১:০৭ অপরাহ্ণ
Link Copied!

শাহীন আহমেদ, শরীয়তপুর প্রতিনিধি

শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলায় আলহাজ্ব শফিকুর রহমান কিরণের ধানের শীষ প্রতীকের সমর্থনে ঘরে ঘরে গণসংযোগ চালিয়েছে সখিপুর থানা ও ইউনিয়ন ছাত্রদলের নেতাকর্মীরা।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকাল থেকে থানার বাজার সংলগ্ন ছৈয়াল কান্দি ও বিভিন্ন গ্রামে তারা সরাসরি জনসম্পৃক্ততা তৈরি করতে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন।

যুবদলের সাধারণ সম্পাদক কামরুল হাসান রাজীব সরদার বলেন, আলহাজ্ব শফিকুর রহমান কিরণের ধানের শীষ প্রতীকের সমর্থনে ঘরে ঘরে গণসংযোগ চালিয়ে যাচ্ছি বিএনপি বিপুল ভোট জয়লাভ করার জন্য আজ সখিপুর থানা বিভিন্ন গ্রামে ভোট চাচ্ছি।

ছাত্রদল নিহাদ মাহমুদ সরদার জানান, তারুণ্যের প্রথম ভোট গণতন্ত্রের পক্ষে ও পরিবর্তনের প্রত্যয়ে ধানের শীষে যাওয়ার আহ্বান জানানো হচ্ছে। তারা আরও বলেন, “তারুণ্যই পরিবর্তনের শক্তি— আমরা চাই দেশের যুবসমাজ শান্তিপূর্ণভাবে তাদের মত প্রকাশ করুক।”

স্থানীয়রা জানান, নির্বাচনি মাঠে ছাত্রদলের এমন উদ্যোগে ভোটারদের মধ্যে সচেতনতা ও আগ্রহ বাড়ছে।

গণসংযোগকালে নেতাকর্মীরা আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে সমর্থন চান এবং শান্তিপূর্ণ নির্বাচনি পরিবেশ বজায় রাখতে সকলের সহযোগিতা কামনা করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।