শাহীন আহমেদ, শরীয়তপুর প্রতিনিধি
শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলায় আলহাজ্ব শফিকুর রহমান কিরণের ধানের শীষ প্রতীকের সমর্থনে ঘরে ঘরে গণসংযোগ চালিয়েছে সখিপুর থানা ও ইউনিয়ন ছাত্রদলের নেতাকর্মীরা।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকাল থেকে থানার বাজার সংলগ্ন ছৈয়াল কান্দি ও বিভিন্ন গ্রামে তারা সরাসরি জনসম্পৃক্ততা তৈরি করতে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন।
যুবদলের সাধারণ সম্পাদক কামরুল হাসান রাজীব সরদার বলেন, আলহাজ্ব শফিকুর রহমান কিরণের ধানের শীষ প্রতীকের সমর্থনে ঘরে ঘরে গণসংযোগ চালিয়ে যাচ্ছি বিএনপি বিপুল ভোট জয়লাভ করার জন্য আজ সখিপুর থানা বিভিন্ন গ্রামে ভোট চাচ্ছি।
ছাত্রদল নিহাদ মাহমুদ সরদার জানান, তারুণ্যের প্রথম ভোট গণতন্ত্রের পক্ষে ও পরিবর্তনের প্রত্যয়ে ধানের শীষে যাওয়ার আহ্বান জানানো হচ্ছে। তারা আরও বলেন, “তারুণ্যই পরিবর্তনের শক্তি— আমরা চাই দেশের যুবসমাজ শান্তিপূর্ণভাবে তাদের মত প্রকাশ করুক।”
স্থানীয়রা জানান, নির্বাচনি মাঠে ছাত্রদলের এমন উদ্যোগে ভোটারদের মধ্যে সচেতনতা ও আগ্রহ বাড়ছে।
গণসংযোগকালে নেতাকর্মীরা আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে সমর্থন চান এবং শান্তিপূর্ণ নির্বাচনি পরিবেশ বজায় রাখতে সকলের সহযোগিতা কামনা করেন।

