মাদারীপুর প্রতিনিধি
মাদারীপুরের রাজৈর উপজেলার ঢাকা-বরিশাল মহাসড়কের কালিবাড়ি আইলেনের সামনে কাভার্ট ভ্যানের চাপায় দুই বন্ধু নিহত হয়েছেন। নিহত দুজনই উপজেলার আমগ্রাম এলাকার বাসিন্দা। এ দুর্ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, বুধবার (১০ ডিসেম্বর) বিকেলে টেকেরহাট বন্দর থেকে ইঞ্জিনচালিত ভ্যানে করে আমগ্রাম অভিমুখে ফিরছিলেন স্বর্ণ ব্যবসায়ী পলাশ গাইন (৩৪) এবং ভ্যানচালক বিপ্লব সরকার (৩৪)। ঢাকা-বরিশাল মহাসড়কের কালিবাড়ি আইলেন এলাকায় পৌঁছালে বরিশালগামী একটি কাভার্ট ভ্যান তাদের ভ্যানকে চাপা দিলে ঘটনাস্থলেই পলাশ গাইন নিহত হন। গুরুতর আহত বিপ্লব সরকারকে দ্রুত হাসপাতালে নিলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
নিহত পলাশ গাইন আমগ্রাম দক্ষিণ পাড়ার নিত্যানন্দ গাইনের ছেলে এবং বিপ্লব সরকার একই এলাকার বিকাশ সরকারের ছেলে।
মোস্তফাপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. মামুন আল রশিদ বলেন,“দুর্ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে। ঘাতক কাভার্ট ভ্যানটি আটক করা হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলছে।”

