Nabadhara
ঢাকাবুধবার , ১০ ডিসেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

রাজৈরে কাভার্ট ভ্যানের চাপায় দুই বন্ধু নিহত

মাদারীপুর প্রতিনিধি 
ডিসেম্বর ১০, ২০২৫ ৯:৪০ অপরাহ্ণ
Link Copied!

মাদারীপুর প্রতিনিধি 

মাদারীপুরের রাজৈর উপজেলার ঢাকা-বরিশাল মহাসড়কের কালিবাড়ি আইলেনের সামনে কাভার্ট ভ্যানের চাপায় দুই বন্ধু নিহত হয়েছেন। নিহত দুজনই উপজেলার আমগ্রাম এলাকার বাসিন্দা। এ দুর্ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, বুধবার (১০ ডিসেম্বর) বিকেলে টেকেরহাট বন্দর থেকে ইঞ্জিনচালিত ভ্যানে করে আমগ্রাম অভিমুখে ফিরছিলেন স্বর্ণ ব্যবসায়ী পলাশ গাইন (৩৪) এবং ভ্যানচালক বিপ্লব সরকার (৩৪)। ঢাকা-বরিশাল মহাসড়কের কালিবাড়ি আইলেন এলাকায় পৌঁছালে বরিশালগামী একটি কাভার্ট ভ্যান তাদের ভ্যানকে চাপা দিলে ঘটনাস্থলেই পলাশ গাইন নিহত হন। গুরুতর আহত বিপ্লব সরকারকে দ্রুত হাসপাতালে নিলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

নিহত পলাশ গাইন আমগ্রাম দক্ষিণ পাড়ার নিত্যানন্দ গাইনের ছেলে এবং বিপ্লব সরকার একই এলাকার বিকাশ সরকারের ছেলে।

মোস্তফাপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. মামুন আল রশিদ বলেন,“দুর্ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে। ঘাতক কাভার্ট ভ্যানটি আটক করা হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলছে।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।