Nabadhara
ঢাকাবুধবার , ১০ ডিসেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

কৃষকলীগ নেতা রমজান ডাকাতি মামলায় গ্রেফতার

আবিদ হাসান, হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি
ডিসেম্বর ১০, ২০২৫ ৯:৫০ অপরাহ্ণ
Link Copied!

আবিদ হাসান, হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি

মুন্সীগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পুলিশের পোশাক পরিহিত ডাকাত দ্বারা ১৪৫ ভরি স্বর্ণ, নগদ টাকা ও মোবাইল ফোন লুটের ঘটনায় চার জনকে আটক করেছে ডিবি পুলিশ।

এর মধ্যে হরিরামপুর উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়ন কৃষকলীগের সভাপতি অটোচালক থেকে হঠাৎ কোটিপতি বনে যাওয়া কোটিপতি নামখ্যাত রমজান রয়েছে।

বুধবার (১০ ডিসেম্বর) বিষয়টি মুন্সীগঞ্জ জেলা পুলিশ এক সংবাদ বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছে।

পুলিশের বরাত দিয়ে জানা যায়, গত ৭ ডিসেম্বর, বিকালে মুন্সীগঞ্জের গজারিয়া থানার এলাকায় ঢাকা থেকে চট্টগ্রামে যাওয়ার পথে স্বর্ণবাহী দুই ভাইকে ডাকাতরা বাস থেকে নামিয়ে নোয়া মাইক্রোবাসে তুলে চোখ বেঁধে মারপিট করে।

ডাকাতরা মোট ১৪৫ ভরি ৮ আনা ৪ রতি স্বর্ণালংকার, দুটি মোবাইল, নগদ অর্থ, ২টি এটিএম ও ১টি এনআইডি কার্ড লুট করে।

এরপর সোমবার (৯ ডিসেম্বর) সকালেই ডাকাতির কাজে ব্যবহৃত নোয়া মাইক্রোবাসের ড্রাইভার মো. জাকির হোসেন, আক্তারুজ্জামান মুন্সীসহ চার জনকে গ্রেফতার করা হয়।

তাদের হেফাজত থেকে স্বর্ণালংকার, নগদ টাকা, হ্যান্ডকাফ, ওয়াকিটকি, পুলিশ ইউনিফর্ম ও মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

জিজ্ঞাসাবাদে আটকরা স্বীকার করেছেন, ডাকাতিকৃত স্বর্ণের একটি অংশ মিরপুর বড়বাগের ইসলাম জুয়েলার্সে বিক্রি করা হয়েছিল। জুয়েলার্স মালিক মো. ইসমাইল হোসেনের কাছ থেকে ৬ ভরি ১৪ আনা স্বর্ণালংকার উদ্ধার করা হয়েছে।

আটকদের মধ্যে আছেন, সাবেক পুলিশ কর্মকর্তা আকতারুজ্জামান মুন্সী, হরিরামপুর উপজেলা কৃষক লীগের নেতা মো. রমজান আলী এবং একজন সাংবাদিক। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

পুলিশের অভিযান অব্যাহত রয়েছে, আরও একজন পলাতক ডাকাতকে গ্রেফতার এবং বাকি লুন্ঠিত মালামাল উদ্ধার করার চেষ্টা চলছে।

উল্লেখ্য যে, রমজানের এলাকায় স্থানীয়দের বরাতে রমজান গত চার বছর পুর্বে হরিরামপুর উপজেলায় অটোচালিয়ে জীবিকা নির্বাহ করতেন। এর পরই তিনি কৃষকলীগের ইউনিয়নের সভাপতি পদ বাগিয়ে নেন। পদ পাবার পর হঠাৎ অর্থনৈতিক পরিবর্তন ঘটে তার।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।