Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ১১ ডিসেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

নির্বাচনের তফসিল ঘোষণায় ডিএমখালী চরচান্দা বাজারে স্বেচ্ছাসেবক দলের আনন্দ মিছিল

শরীয়তপুর প্রতিনিধি
ডিসেম্বর ১১, ২০২৫ ৭:২৪ অপরাহ্ণ
Link Copied!

শরীয়তপুর প্রতিনিধি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়ে শরীয়তপুরের ডিএমখালী চরচান্দা বাজারে স্বেচ্ছাসেবকদলের উদ্যোগে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় চরচান্দা বাজারের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে মিছিলটি। এতে স্বেচ্ছাসেবকদল ছাড়াও স্থানীয় ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা অংশ নেন। তফসিল ঘোষণাকে কেন্দ্র করে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

সখিপুর থানা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহ্বায়ক রাসেদ ছৈয়াল বলেন, “তফসিল ঘোষণার মাধ্যমে দেশে গণতন্ত্র পুনরুদ্ধারের নতুন সূচনা হয়েছে। আমরা বিশ্বাস করি, এবার দেশের মানুষ স্বাধীনভাবে ভোট দিতে পারবে। শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশ বজায় রাখতে স্বেচ্ছাসেবকদল মাঠে থাকবে।”

তিনি আরও বলেন, “জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠায় আমরা সবসময় দৃঢ়। আজকের আনন্দ মিছিল ছিল সম্পূর্ণ শান্তিপূর্ণ, যা মানুষের উৎসাহ ও আশার প্রতিফলন।”

আনন্দ মিছিলে উপস্থিত ছিলেন সখিপুর থানা স্বেচ্ছাসেবকদল নেতা সেলিম বেপারি, সিপন মল্লিক, আল আমিন মল্লিকসহ ডিএমখালী ইউনিয়নের স্বেচ্ছাসেবকদলের অন্যান্য নেতাকর্মীরা।

স্থানীয়রা জানান, মিছিল চলাকালে পুরো বাজার এলাকায় উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।