স্টাফ রিপোর্টার নড়াইল
নড়াইলের লোহাগড়ায় ৫ দিনব্যাপী ১২তম জেলা কাব ক্যাম্পুরী উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৩ ডিসেম্বর) বিকালে লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের মুক্তমঞ্চে ৫ দিনব্যাপী ১২তম জেলা কাব ক্যাম্পুরী উদ্বোধন করেন,লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী কায়সার ।
জেলা স্কাউট এর সাধারন সস্পাদক এবং লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম হায়াতুজ্জামানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রহমান, লোহাগড়া পৌর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক সাইফুল্লাহ মামুন,জেলা ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার তাইবুর রহমান,প্রধান শিক্ষক ও কাব স্কাউট লিডার হান্নান বিশ্বাস,কাজী কামরুল হুদা, সিদ্দিকুর রহমান ,শাহিনুর রহমান টিটো প্রমুখ।
এবছর অনুষ্ঠানে জেলার ৬০টি প্রাথমিক বিদ্যালয় ও মাদ্রাসার কাব স্কাউটদল অংশ গ্রহণ করেন।

