Nabadhara
ঢাকাশনিবার , ১৩ ডিসেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

শিবগঞ্জে বিষ প্রয়োগে মাছ নিধন, ২৫ লক্ষ টাকার ক্ষতি

Link Copied!

হাবিবুল বারি হাবিব, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে শত্রুতা বশত পুকুরে বিষ প্রয়োগ করে বিপুল পরিমাণ মাছ নিধনের ঘটনা ঘটেছে ।

শনিবার (১৩ ডিসেম্বর) ভোররাতে উপজেলার দাইপুকুরিয়া ইউনিয়নের বোয়ালের বিলে মাসুদ রানার পুকুরে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী মাছচাষী মাসুদ রানা জানান, ৫১ বিঘার ৩টি পুকুরে মাছ চাষের জন্য একটি পুকুরে প্রায় ১০০ মণ পোনা ও বড় আকারের মাছ ছিল । রাত অনুমান সাড়ে ৩ টার দিকে কে বা কারা বিষ প্রয়োগ করে পালিয়ে যায় ।

তারপর থেকে একে একে সকল মাছ মরে পানিতে ভেসে যায় । এর আগে প্রায় ১ মাস আগে একই এলাকায় পুকুর পাড়ের কলা চুরির সময় হাতে নাতে চোর ধরা পড়ে এবং উপজেলা নির্বাহী অফিসে অভিযোগের প্রেক্ষিতে তা মীমাংসা করা হয় । সেই ঘটনার জেরে এই মাছ নিধন করা হতে পারে বলেও জানান তিনি ।

ঐ পুকুরের পাহারাদার মো: রাজু বলেন, আমি রাত ৩ টা পর্যন্ত জেগে ছিলাম । সকালে দেখি পুকুরের পানিতে সব মাছ ভেসে আছে । এদিকে অত্র অঞ্চলের মাছ চাষী সমিতির সভাপতি আল মামুন বলেন, দীর্ঘদিন থেকে মাছ ও পুকুর পাড়ের কলা চুরির ঘটনা ঘটলেও কিছুদিন আগে পুকুর পাড়ের বিপুল পরিমান কলা চুরির সময় হাতে নাতে পাশের এলাকার চোর ধরা পড়ে ।

এখন আবার বিপুল পরিমান মাছ নিধনের ঘটনা ঘটলো । একই গ্রুপ এসব দুর্বৃত্তায়ন করছে বলেও ধারনার কথা জানান তিনি । এভাবে প্রতিনিয়ত মাছচাষীরা ক্ষতিগ্রস্ত হলে ও জীবনের নিরাপত্তাহীনতায় ভুগলে মাছ চাষে আগ্রহ হারাবে চাষীরা, যা দেশে আমিষের ঘাটতির কারন হবে ।

এসময় তিনি তদন্তের মাধ্যমে দোষীদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করেন উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগের কাছে । এ বিষয়ে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সঞ্জয় কুমার বলেন, এমন ঘটনা অত্যন্ত দুঃখজনক । ভুক্তভোগী আইনের আশ্রয় নিলে আমরা সাধ্যমত

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।