Nabadhara
ঢাকারবিবার , ১৪ ডিসেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

শিবপুরে ট্রাক ভর্তি ১২টি গরুসহ ৩ ডাকাত গ্রেফতার

সোনাগাজী(নরসিংদী) প্রতিনিধি
ডিসেম্বর ১৪, ২০২৫ ৬:৩০ অপরাহ্ণ
Link Copied!

সোনাগাজী(নরসিংদী) প্রতিনিধি

নরসিংদীর শিবপুরে ট্রাক ভর্তি ১২টি গরুসহ তিনজন ডাকাতকে আটক করেছে শিবপুর মডেল থানা পুলিশ। রোববার রাত ২টার সময় উপজেলার ঢাকা–সিলেট মহাসড়কের কুন্দারপাড়া এলাকা থেকে তাদের ধাওয়া করে আটক করা হয়।

জানা গেছে, ঢাকার কাফরুল থানার ডাসার এগ্রো লিমিটেডের নিজস্ব ফার্ম থেকে বিক্রির জন্য ১২টি গরু সিলেটের উদ্দেশ্যে ট্রাকে যাত্রা করছিল। পথে ঢাকা–সিলেট মহাসড়কের কামারটেক বাসস্ট্যান্ডে পৌঁছালে একটি প্রাইভেট কার ও একটি মাইক্রোবাস ট্রাকটিকে ব্যারিকেড দিয়ে থামিয়ে ড্রাইভার মনিরুল ইসলাম ও হেলপার সজীব মিয়াকে অস্ত্রের মুখে জিম্মি করে লোহার রড দিয়ে মারপিট করা হয়। এরপর ডাকাতরা তাদের হাত-পা বেঁধে প্রাইভেট কারে তুলে পুরানন্দিয়া বাসস্ট্যান্ডে ফেলে যায়।

ডাকাত দলটি গরুর ট্রাক নিয়ে পালানোর চেষ্টা করলে স্থানীয় টহল পুলিশ তাদের চিৎকার শুনতে পেয়ে তৎক্ষণিকভাবে উদ্ধার অভিযান শুরু করে। পরে কামারটেক বাসস্ট্যান্ডে অভিযান চালিয়ে ট্রাকসহ তিনজনকে আটক করা হয়।

আটককৃতরা হলেন—দক্ষিণ খান থানার কসাই বাজার এলাকার মোহাম্মদ আলীর ছেলে আলমগীর (২৫),চৌহালী থানার কুমারপুর গ্রামের ওহাব আলীর ছেলে কুতরত আলী (৩৫),শরিয়তপুর জেলার জাজিরা থানার দুদু মিয়ার ছেলে ইব্রাহিম (৩৮)।

রবিবার দুপুরে এগ্রো ফার্মের ম্যানেজার মাহাদিউজ্জামান মেহেদী শিবপুর থানায় এসে বাদী হয়ে একটি মামলা দায়ের করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।