Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ১৬ সেপ্টেম্বর ২০২১
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

গোপালগঞ্জে রেড ক্রিসেন্টের অনিয়ম এবং সুনাম ক্ষুন্ন করার  প্রতিবাদে সংবাদ সম্মেলন

MEHADI HASAN
সেপ্টেম্বর ১৬, ২০২১ ৯:৫৫ অপরাহ্ণ
Link Copied!

জেলা প্রতিনিধি, গোপালগঞ্জঃ

আগামী ১৮ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির গোপালগঞ্জ ইউনিটের নির্বাচনে মৃত ব্যক্তি ও ভুলে ভরা ভোটার লিষ্ট, অনিয়ম এবং সুনাম ক্ষুন্ন করে শহর জুড়ে পোস্টার লাগানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে নজরুল-সালাউদ্দিন পরিষদ।

 

আজ বৃহস্পতিবার বিকালে শহরে মডেল স্কুল রোডের নির্বাচনী কায্যালয়ে অনুষ্ঠিত এ সংবাদ সম্মেলনে অভিযোগ তুলে ধরেন প্রার্থী এস এম নজরুল ইসলাম ও মো: সালাউদ্দিন খান। তারা অভিযোগ করে বলেন, দীর্ঘ ৩০ বছর ধরে রেড ক্রিসেন্টের কোন নির্বাচন হয়নি। ভোটের অধিকার নিশ্চিত করতে তারা নির্বাচনে প্যানেল দিয়েছেন। কিন্তু প্রতিপক্ষ প্যানেলকে জয়ী করতে নির্বাচন কমিশিন ও রেডক্রিসেন্ট ইউনিট অনিয়মের মাধ্যমে মৃত ব্যক্তি ও ।ভূয়া ভোটার দিয়ে ভোটার লিষ্ট করেছে। এছাড়া তাদের প্রার্থীদের সুনাম ক্ষুন্ন করতে রাতের আধারে তাদের প্যানেলের নাম দিয়ে পোষ্টার লাগিয়েছে। এ ব্যাপারে তারা লিখিত অভিযোগ দিলেও কোন ব্যবস্থা নেয় হয়নি বলে অভিযোগ করেন।

তারা ভোটার লিষ্ট হালনাগাদ করে নির্বাচনের পুন:তফসিল ঘোষনার দাবী জানান। এ সংবাদ সম্মেলনে নজরুল-সালাউদ্দিন পরিষদের প্রার্থীরা ও বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলন।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।