Nabadhara
ঢাকাশুক্রবার , ১৭ সেপ্টেম্বর ২০২১
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

গৃহকর্মীকে যৌন হয়রানী অভিযোগ মিথ্যা ও যড়যন্ত্র উল্লেখ করে বশেমুরবিপ্রবির সাবেক উপাচায্যের সংবাদ সম্মেলন

MEHADI HASAN
সেপ্টেম্বর ১৭, ২০২১ ৫:০৫ অপরাহ্ণ
Link Copied!

জেলা প্রতিনিধি, গোপালগঞ্জঃ

সাবেক গৃহকর্মীকে যৌন হয়রানীর অভিযোগ মিথ্যা, ভিত্তিহীন ও যড়যন্ত্র উল্লেখ করে সংবাদ সম্মেলন করেছেন গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভারপ্রাপ্ত উপাচায্য (রুটিন দায়িত্ব) ও বিজ্ঞান অনুষদের ডীন ড. মো: শাহজাহান।

আজ শুক্রবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের শ্রেনী কক্ষে অনুষ্ঠিত এ সংবাদ সম্মেলেন লিখিত বক্তব্যে তিনি বলেন, সব সময় তিনি অন্যায় ও দূনীতির বিরুদ্ধে থেকে প্রতিবাদ করেছেন। সাবেক একজন উপাচায্যের বিভিন্ন অনিয়ম, দূর্নীতির বিরোধীতা করে বিশ্ববিদ্যালয়কে কলঙ্কমুক্ত করেছেন। কিন্তু এরপর তিনি ভারপ্রাপ্ত উপাচায়্যের (রুটিন দায়িত্ব) দায়িত্ব পালনকালে ওই সাবেক উপচায্যের সুবিধাভোগী একটি চক্র তার বিরুদ্ধে গৃহকর্মীকে যৌন হয়রানীর মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ তুলে তার সুনাম ও সম্মান ক্ষুন্ন করতে চক্রান্তে লিপ্ত হয়েছে। তিনি এর প্রতিবাদ করে আরো বলেন, এ ব্যাপারে তিনি আইনগত ব্যবস্থা নেয়ার পাশাপাশি তদন্ত করে সত্য উদঘাটনের দাবী জানিয়েছেন।

এ সংবাদ সম্মেলনে তার স্ত্রী ও পদার্থ বিজ্ঞান বিভাগের শিক্ষক ড. মোসা: হালিমা খাতুনসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিগণ উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।