স্টাফ রিপোর্টার, নড়াইল
নড়াইলে তিনটি উপজেলায় যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মহান বিজয় দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে সকালে সূর্যোদয়ের সাথে সাথে জেলায় ৩১ বার তোপধ্বনির মধ্যে দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল ৯টায় বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ স্টেডিয়ামে জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালাম জাতীয় পতাকা উত্তোলন ও অভিবাদন গ্রহণ করেন।
এরপর বীর মুক্তিযোদ্ধা,বাংলাদেশ পুলিশ,আনসার ও ভিডিপি, বিএনসিসি, ফায়ার সার্ভিস, রোভার স্কাউটস, স্কুল,কলেজ, মাদ্রাসাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, গার্লস গাইড ও শিশু-কিশোর সংগঠনের সমন্বয়ে বর্ণাঢ্য কুচকাওয়াজ এবং ডিসপ্লেপ্রদর্শন করেন।
দুপুরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়। শহীদ বীর মুক্তিযোদ্ধাদের রুহের মাগফেরাত কামনা,যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদের সুস্বাস্থ্য এবং জাতির শান্তি,সম্মৃদ্ধি ও অগ্রগতি কামনা করেন। সরকারি হাসপাতাল,জেলখানা,এতিমখানা, সরকারি শিশু পরিবারে দুপুরে উন্নতমানের খাবার পরিবেশন করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন, নড়াইল জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালাম,নড়াইল জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আছাদুজ্জামান,পুলিশ সুপার মোহাম্মদ আল মামুন শিকদার,জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক জুলিয়া সুকায়না,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) লিংকন বিশ্বাস,অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো.আহসান মাহমুদ রাসেল,অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সারমিনা সাত্তার,অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট হোসনে আরা তান্নি, বীর মুক্তিযোদ্ধা এস এ বাকি,বীর মুক্তিযোদ্ধা মোঃ তবিবর রহমান,নড়াইল প্রেসক্লাবের সহ-সভাপতি সুলতান মাহমুদ,আনসার ও ভিডিপির জেলা অ্যাডজুট্যান্ট মোঃ নুরুল আবছার প্রমুখ। এছাড়াও সরকারি কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ করেন।

