রাজবাড়ী প্রতিনিধি
মহান বিজয় দিবস উপলক্ষে রাজবাড়ীতে জেলা প্রশাসনের উদ্যোগে এবং বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের অংশগ্রহণে ৫৪তম বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।
বিজয়ের প্রথম প্রহরে রাজবাড়ী পুলিশ লাইনে ৩১ বার তোপধ্বনীর মাধ্যমে দিবসটির সূচনা করা হয়। এরপর বধ্যভূমি ও মুক্তিযোদ্ধাদের কবরে পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে জেলা প্রশাসনের আয়োজনে ঐতিহাসিক শহীদ রেলওয়ে খুশি ময়দানে জাতীয় পতাকা উত্তোলন, পায়রা ও বেলুন উড়িয়ে আনুষ্ঠানিকভাবে দিবসের কর্মসূচির উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান এবং সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের অংশগ্রহণে বর্ণাঢ্য কুচকাওয়াজ, শারীরিক কসরত ও ডিসপ্লে প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সুলতানা আক্তার, পুলিশ সুপার মনজুর মোরশেদ, বীর মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
অনুষ্ঠান শেষে কুচকাওয়াজ ও শারীরিক কসরত প্রদর্শনে অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে জেলা প্রশাসকের পক্ষ থেকে পুরস্কার বিতরণ করা হয়। পরে মহান বিজয় দিবস উপলক্ষে তিন দিনব্যাপী বিজয় মেলার উদ্বোধন করা হয়।
এদিকে সকালে রাজবাড়ী রেলগেটস্থ মুক্তিযোদ্ধা স্মৃতিফলকে রাজবাড়ী-১ আসনের সাবেক সংসদ সদস্য আলী নেওয়াজ মাহামুদ খৈয়মের নেতৃত্বে জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। এছাড়াও রাজবাড়ী পৌরসভা, রাজবাড়ী প্রেসক্লাব, দৈনিক মাতৃকণ্ঠ, দৈনিক রাজবাড়ীকণ্ঠসহ বিভিন্ন রাজনৈতিক দল, শ্রমিক ইউনিয়ন ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।

