Nabadhara
ঢাকামঙ্গলবার , ১৬ ডিসেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

বিজয় দিবসে চিতলমারীতে বিনম্র শ্রদ্ধায় জাতির সূর্যসন্তানদের স্মরণ

শফিকুল ইসলাম সাফা, চিতলমারী
ডিসেম্বর ১৬, ২০২৫ ৬:২৫ অপরাহ্ণ
Link Copied!

শফিকুল ইসলাম সাফা, চিতলমারী

যথাযোগ্য মর্যাদায় চিতলমারীতে উপজেলা প্রশাসনের আয়োজনে মহান বিজয় দিবস পালিত হয়েছে। মঙ্গলবার ভোরে মহান বিজয় দিবসে চিতলমারী কেন্দ্রীয় শহীদ মিনারে বীর শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাজ্জাদ হোসেন, অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নজরুল ইসলামসহ বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপি বিভিন্ন রাজনৈতিক দল, মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং শিক্ষা প্রতিষ্ঠানসহ সর্বস্তরের মানুষ ফুল দিয়ে বিনম্র শ্রদ্ধায় জাতির সূর্যসন্তানদের স্মরণ করেন।

সকাল ৯টায় চিতলমারী ফয়জুল হক সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জাতীয় পতাকা উত্তোলন, শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মিঠুন মৈত্র, বিভিন্ন দপ্তরের বিভাগীয় প্রধানগণ, জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী অধ্যক্ষ মাওলানা মশিউর রহমান খান, বিএনপির সভাপতি মমিনুল হক টুলু বিশ্বাস, সাধারণ সম্পাদক শরিফুল হাসান অপু, উপজেলা জামায়াতে ইসলামী আমির মাওলানা মনিরুজ্জামান গাজী, সাধারণ সম্পাদক মোঃ জাহিদুজ্জামান নান্না, উপজেলা বিএনপির সংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট ফজলুল হক, বিএনপি নেত্রী রুনা গাজী, বিএনপির সাবেক সদস্য সচিব আহসান হাবিব ঠান্ডু, যুবদলের আহ্বায়ক জাকারিয়া মিলন, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ নিয়ামত আলী খান।

পরে পুলিশ, আনসার, ফায়ার সার্ভিস ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কুচকাওয়াজ, শরীরচর্চা ও ডিসপ্লে প্রদর্শন করে। এ সময় মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের ফুলেল শুভেচ্ছা জানান উপজেলা প্রশাসন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।