Nabadhara
ঢাকামঙ্গলবার , ১৬ ডিসেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

কালীগঞ্জে গৃহবধূকে গলা কেটে হত্যার চেষ্টা, স্বামী আটক

ঝিনাইদহ প্রতিনিধি 
ডিসেম্বর ১৬, ২০২৫ ৬:৩৩ অপরাহ্ণ
Link Copied!

ঝিনাইদহ প্রতিনিধি 

ঝিনাইদহের কালীগঞ্জে মাদকাসক্ত স্বামীর হাতে দুই সন্তানের জননী হালিমা খাতুন (৩২) গুরুতরভাবে আহত হয়েছেন। মঙ্গলবার দুপুরে কালীগঞ্জ পৌর শহরের আড়পাড়ায় এই ঘটনা ঘটে। হালিমার দুই মেয়ে রয়েছে এবং তিনি আড়পাড়ার একটি ভাড়া বাসায় থাকতেন।

স্থানীয়রা জানান, হালিমার স্বামী হানিফ আলী আলাদা থাকলেও প্রায়ই এসে স্ত্রীকে মারধর করতো। এর আগেও দুই সপ্তাহ আগে হালিমাকে মারধর করা হয়, তখন স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছিল।

মঙ্গলবার দুপুরে হানিফ হালিমার বাসায় প্রবেশ করে ধারালো ছুরি দিয়ে গলা কেটে দেয়। প্রতিবেশীরা আক্রমণটি টের পেয়ে তাকে হাসপাতালে ভর্তি করান এবং মাদকাসক্ত স্বামীকে আটক করে পুলিশে হস্তান্তর করেন।

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার খালিদ হাসান জানান, হালিমার গলায় ধারালো অস্ত্রের আঘাতে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। পর্যাপ্ত চিকিৎসার সুবিধা না থাকায় তাকে যশোর সদর হাসপাতালে রেফার করা হয়েছে।

কালীগঞ্জ থানার ওসি জেল্লাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে হানিফকে আটক করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।