Nabadhara
ঢাকাবুধবার , ১৭ ডিসেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

সোনাগাজীতে জমি বিরোধে চারজনকে কুপিয়ে জখম

সোনাগাজী (ফেনী) প্রতিনিধি
ডিসেম্বর ১৭, ২০২৫ ১:৫৭ অপরাহ্ণ
Link Copied!

সোনাগাজী (ফেনী) প্রতিনিধি

ফেনীর সোনাগাজীতে জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে প্রতিপক্ষ ও ভাড়াটে সন্ত্রাসীদের হামলায় একই পরিবারের চারজন গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বগাদানা ইউনিয়নের বগাদানা গ্রামে এ ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত পরিবার, এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, কাজীর হাট সংলগ্ন বগাদানা গ্রামের খান বাড়ির আবদুল খালেকের সঙ্গে প্রতিবেশী কাজী বাড়ির কাজী জিহাদ বাবুলের জমি সংক্রান্ত বিরোধ দীর্ঘদিন ধরে চলছিল। এ বিষয়ে আবদুল খালেকের দায়ের করা একাধিক মামলা বর্তমানে আদালতে বিচারাধীন রয়েছে।

অভিযোগ রয়েছে, ১৬ ডিসেম্বর সরকারি ছুটির দিনকে কাজে লাগিয়ে কাজী জিহাদ বাবুল পূর্বপরিকল্পিতভাবে একদল ভাড়াটে সন্ত্রাসী নিয়ে আবদুল খালেকের মালিকানাধীন ও দখলীয় পুকুরে সেচ মেশিন বসিয়ে মাছ লুট শুরু করে এবং পুকুরপাড়ের কয়েকটি গাছ কেটে ফেলে। এতে বাধা দিতে গেলে কাজী জিহাদ বাবুল, নাছির উদ্দিনের ছেলে লিখন, বগু মিয়ার ছেলে টিপু, মোশাররফ হোসেনের ছেলে সাহিমসহ ১০-১৫ জন সন্ত্রাসী অতর্কিত হামলা চালায়।

এ সময় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আবদুল খালেক, তার কন্যা খালেদা আক্তার ও সাহেদা আক্তার এবং পুত্রবধূ নিশু আক্তারকে মারাত্মকভাবে জখম করা হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। তাদের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ফেনী জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়।

এ ঘটনায় আবদুল খালেকের স্ত্রী ফিরোজা বেগম বাদী হয়ে সোনাগাজী মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন।

সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। হামলার সঙ্গে জড়িত অভিযুক্তরা ঘটনার পর থেকে আত্মগোপনে রয়েছে। তাদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।