Nabadhara
ঢাকাবুধবার , ১৭ ডিসেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলে আওয়ামীলীগ নেতা সংবাদ সম্মেলন করে পদত্যাগ

স্টাফ রিপোটার, নড়াইল
ডিসেম্বর ১৭, ২০২৫ ৪:৫১ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোটার, নড়াইল

নড়াইলের লোহাগড়া উপজেলার ইতনা ইউনিয়ন আওয়ামীলীগ নেতা মোঃ ফরিদ আলী খান পদত্যাগ করেছেন।

মঙ্গলবার(১৬ডিসেম্বর) সন্ধ্যায় নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করে তিনি দল থেকে পদত্যাগের ঘোষণা দেন।

পদত্যাগকারী মোঃ ফরিদ আলী খান ইতনা ইউনিয়নের চরপাচাইল গ্রামের মোমরেজ আলী খানের ছেলে এবং ইতনা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ফরিদ আলী খান জানান,আমরা অজান্তে ইতনা ইউনিয়ন ও লোহাগড়া উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ আমাকে ইতনা ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি নির্বাচিত করে কমিটি করেন।আমি বিষয়টি জানার পর গত ২০২৩ ইং সালের ১লা মে দল ও পদ থেকে পদত্যাগ করে ইউনিয়নের সভাপতি ও সম্পাদককে জানায়।

তিনি আরো বলেন,বিগত দিনে আওয়ামীলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলাম। আমি আজ থেকে আওয়ামীলীগের সকল পদ থেকে সংবাদ সম্মেলনের মাধ্যমে অব্যাহতি নিলাম।

ভবিষ্যতে আর কখনো আওয়ামীলীগসহ কোন রাজনীতির সাথে জড়িত থাকব না। দেশ ও জাতির কল্যাণে নিজেকে নিয়োজিত রাখব। দেশের স্বাধীনতা,সার্বভৌমত্ব ও জনগণের স্বার্থ রক্ষায় সর্বদা অঙ্গীকারবদ্ধ থাকব। রাজনৈতিক বা ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে ভবিষ্যতে দেশ ও জাতির কল্যাণে কাজ করে যাব।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।